চীনে জুতা রপ্তানি করবে লীগ্যাছি ফুটওয়্যার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার জুতা রপ্তানি বাড়াতে চীনের ওয়েংজু হোনসেংদা ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই চুক্তির আওতায় ওয়েংজু হোনসেংদা প্রতিবছর ৩ লাখ জোড়া জুতা রপ্তানি আদেশ সংগ্রহ করবে, যা মাসিক প্রায় ২৫ হাজার জোড়ার সমান। পাশাপাশি চীনা এই প্রতিষ্ঠানটি লিগ্যাসি ফুটওয়্যারকে নির্ধারিত মানসম্পন্ন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার জুতা রপ্তানি বাড়াতে চীনের ওয়েংজু হোনসেংদা ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই চুক্তির আওতায় ওয়েংজু হোনসেংদা প্রতিবছর ৩ লাখ জোড়া জুতা রপ্তানি আদেশ সংগ্রহ করবে, যা মাসিক প্রায় ২৫ হাজার জোড়ার সমান। পাশাপাশি চীনা এই প্রতিষ্ঠানটি লিগ্যাসি ফুটওয়্যারকে নির্ধারিত মানসম্পন্ন কাঁচামাল সংগ্রহে সহায়তা করবে এবং উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা ও দক্ষ প্রযুক্তিবিদ সরবরাহ করবে।
কোম্পানিটি আশা করছে, এই চুক্তির মাধ্যমে বছরে প্রায় ৩৬.৬ কোটি টাকা অতিরিক্ত আয় হবে। এতে কোম্পানির বার্ষিক নিট মুনাফা ১২ থেকে ১৪ শতাংশ বাড়বে।
লিগ্যাসি ফুটওয়্যার বোর্ডের মতে, এই চুক্তি কোম্পানির রাজস্ব, মুনাফা এবং রপ্তানি বাজারে অবস্থানকে আরও শক্তিশালী করবে।