সংসার ভাঙল কনার

বিনোদন প্রতিবেদক : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘ ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেন গোলাম মো. ইফতেখার গহীনকে। তারা ৬ বছর সংসারও করেছেন। কিন্তু মন খারাপের খবর হচ্ছে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।
‘তুফান’ ছবিতে কনার কণ্ঠে ‘দুষ্টু কোকিল’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। শোনা যাচ্ছে, শিল্পীর ব্যক্তি জীবনেও দুষ্টু কোকিলের আগমন ঘটেছে। সেই কোকিলের উদাসী ডাকে সাড়া দিয়েই ভাঙতে চলেছে কনার ৬ বছরের সংসার।
একটি সূত্রে জানা ...
বিনোদন প্রতিবেদক : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘ ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেন গোলাম মো. ইফতেখার গহীনকে। তারা ৬ বছর সংসারও করেছেন। কিন্তু মন খারাপের খবর হচ্ছে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।
‘তুফান’ ছবিতে কনার কণ্ঠে ‘দুষ্টু কোকিল’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। শোনা যাচ্ছে, শিল্পীর ব্যক্তি জীবনেও দুষ্টু কোকিলের আগমন ঘটেছে। সেই কোকিলের উদাসী ডাকে সাড়া দিয়েই ভাঙতে চলেছে কনার ৬ বছরের সংসার।
একটি সূত্রে জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কনা। তিনি মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান। খুব শিগগিরই তারা বিয়েও করবেন বলে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন গানের ভুবনে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’। বিষয়টি সংগীতাঙ্গনের প্রায় সবাই জানেন।
সূত্র জানাচ্ছে, কনার প্রেমিক শুভ্র তার সঙ্গে মঞ্চে গিটার বাজান। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। মো. শাহরিয়ার সাঈদের (শুভ্র) সংসার রয়েছে। তার একটি কন্যা সন্তানও রয়েছে। কনার সঙ্গে প্রেমের কারণে গিটারিস্টের সংসার ভাঙনের মুখে। কনা ও শুভ্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শিগগির তারা বিয়ে করবেন। এখন বিয়ের প্রস্তুতি চলছে- এমনটা জানা গেছে একটি ঘনিষ্ঠ সূত্রে।
কনার নতুন প্রেমিক শুভ্র এরইমধ্যে আমেরিকায় চলে গেছেন। শিগগিরই প্রেমিকের কাছে কনাও চলে যাবেন। গানের কাজের বাইরে অনেকবার তাদের দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে।
কনা ও শুভ্রর প্রেমের কথা শোবিজের অনেকে জানলেও এ নিয়ে কোনো কথা বলতে চাইছেন না কেউ।
একটি সূত্র জানাচ্ছে, শুভ্র এর আগে আরেকজন গায়িকার সঙ্গে প্রেম করেছেন। শুধু তাই নয়, বিনোদন ভুবনের একাধিকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবার তিনি মন মজিয়েছেন কনার।
২০০০ সাল থেকে গানের ভুবনে পা রাখা কনা চলচ্চিত্র, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি সব অঙ্গনেই কাজ করছেন। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি।
কনার গাওয়া সবশেষ আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। এটি গত রোজার ঈদে ‘তুফান’ সিনেমায় সংযোজিত হয়। গানটি শ্রোতাদের মাঝে তুমুল সাড়া ফেলে।