আল্লাহ তাকে স্বপ্নের ঘোড়া উপহার দেবেন

বিনোদন ডেস্ক : কারও মৃত্যু খবর কানে এলেই খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যেতেন যান কবরস্থানে। কবর খুঁড়েছেন ৫০ বছর ধরে। এজন্য নিতেন না কোনো পারিশ্রমিক। সেই ৬৭ বছরের মনু মিয়া আজ (২৮ জুন) সকাল ১০টা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর জেনে অভিনেতা খায়রুল বাসার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।
খায়রুল বাসার তার পোস্টে লেখেন, ‘মনু কাকা শেষ নিশ্বাস ত্যাগ ...
বিনোদন ডেস্ক : কারও মৃত্যু খবর কানে এলেই খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যেতেন যান কবরস্থানে। কবর খুঁড়েছেন ৫০ বছর ধরে। এজন্য নিতেন না কোনো পারিশ্রমিক। সেই ৬৭ বছরের মনু মিয়া আজ (২৮ জুন) সকাল ১০টা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর জেনে অভিনেতা খায়রুল বাসার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।
খায়রুল বাসার তার পোস্টে লেখেন, ‘মনু কাকা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এতোদিন তিনি ঢাকায় ছিলেন ৩ দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন আগের চেয়ে বেশ সুস্থ আছেন। উনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন এই দোয়াও চাইতেন-বলতেন। হয়তো নিজ গ্রাম নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নিবেন এই চেয়েছেন আল্লাহ। উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাকে শান্তিতে রাখুন। আমিন।’
সম্প্রতি শারীরিক অসুস্থতায় হাসপাতালের ভর্তি হয়েছিলেন মনু মিয়া। সেই সময়ে কিছু দুষ্কৃতকারী মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলেছে। এ খবর দেশের মানুষকে ব্যথিত করে। পাশাপাশি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ খবর জেনে অভিনেতা খায়রুল বাসার সেই সময় মনু মিয়াকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।
এ অভিনেতা সেসময় তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। ঘোড়া কিনে দেওয়ার বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারেন কৃতজ্ঞ থাকব।’
স্ট্যাটাস দেওয়ার পর খায়রুল বাসার মনু মিয়ার সন্ধান পান। তিনি হাসপাতালে মনু মিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। খায়রুল বাসার মনু মিয়ার সঙ্গে অনেকক্ষণ কথাও বলেন। সেই ছবিও খায়রুল তার ফেসবুকে শেয়ার করেন।
স্ট্যাটাসে খায়রুল বাসার লিখেছিলেন, ‘আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলবো শিগগির। এটুকু বলি, মনু মিয়া অসহায় না বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে তার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।’
প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করেছেন ৬৭ বছর বয়সী মনু মিয়া। জেলাসহ আশপাশের এলাকায়ও তিনি শেষ ঠিকানার কারিগর হিসেবে পরিচিত ছিলেন। দশ বছর আগে বাজারের দোকান বিক্রি করে একটি ঘোড়া কেনেন মনু মিয়া। যার পিঠে চড়ে ছুটে যেতেন কবর খুঁড়তে, বিদায় জানাতেন মানুষকে। এ পর্যন্ত তিনি তিন হাজারেরও বেশি কবর খনন করেছেন বিনা পারিশ্রমিকে।
বয়সের ভারে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এমন সময়ই তার প্রিয় ঘোড়াটি পাশের মিঠামইনের হাশিমপুরে ঘাস খেতে গেলে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বল্লমের আঘাতে হত্যা করে। মনু মিয়ার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তার কাছে এ ঘটনা কিছুদিন গোপন রেখেছিল তার পরিবার।