‘কাঁটা লাগা’ গানের জন্য যত পারিশ্রমিক পেয়েছিলেন শেফালি

বিনোদন ডেস্ক : ২০০২ সাল সবে ইন্ডি পপ গান শুরু হয়েছে টেলিভিশনে। ঝলমলে পোশাকে নাচতে নাচতে এলেন সেই তরুণী। কেউ তাঁকে চেনেন না তখনও। কিন্তু চিনে নিলেন এক রাতেই। নিমেষে ভাইরাল ‘কাঁটা লাগা’ গানের ভিডিও। পায়ে পায়ে আগুন! গায়ে কাঁটা লাগছে দর্শকেরও! কে এই নবাগতা?
জানা গেল, শেফালি জ়ারিওয়ালা তাঁর নাম। ঘরে বাইরে, রাস্তাঘাটে দিনে রাতে, সর্বত্র বাজত সেই গান। যত না গান শুনত লোকে, দেখত তার চেয়ে বেশি। শেফালির নাচেই ...
বিনোদন ডেস্ক : ২০০২ সাল সবে ইন্ডি পপ গান শুরু হয়েছে টেলিভিশনে। ঝলমলে পোশাকে নাচতে নাচতে এলেন সেই তরুণী। কেউ তাঁকে চেনেন না তখনও। কিন্তু চিনে নিলেন এক রাতেই। নিমেষে ভাইরাল ‘কাঁটা লাগা’ গানের ভিডিও। পায়ে পায়ে আগুন! গায়ে কাঁটা লাগছে দর্শকেরও! কে এই নবাগতা?
জানা গেল, শেফালি জ়ারিওয়ালা তাঁর নাম। ঘরে বাইরে, রাস্তাঘাটে দিনে রাতে, সর্বত্র বাজত সেই গান। যত না গান শুনত লোকে, দেখত তার চেয়ে বেশি। শেফালির নাচেই চোখ সবার। তাঁর নাম না জানলেও ‘কাঁটা লাগা গার্ল’-কে চিনে নিয়েছিল গ্রাম-শহরের দর্শক। তার পর এত বছর পেরিয়ে গিয়েছে এখন শেফালির জনপ্রিয়তা কিন্ত ওই একটা গানেই।
শেফালি নিজেও চেয়েছিলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত লোকে তাঁকে চিনুক ‘কাঁটা লাগা গার্ল’ নামে। জানেন কি ওই জনপ্রিয় গান নাচার জন্য কত টাকা পারিশ্রমিক পান তিনি?
শেফালি আর নেই। মাত্র ৪২ বছরেই থমকে গিয়েছে তাঁর জীবন। যদিও তাঁর কাজ মনে রেখেছেন দর্শক। জনপ্রিয় ‘কাঁটা লাগা গার্ল’ ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন সব মিলিয়ে। ২০০৪ সালেই বলিউডে পদার্পণ ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও-র চরিত্রে। বারুদের মতো যেমন জ্বলে উঠেছিলেন, তেমনই উধাও হয়ে গিয়েছিলেন শেফালি তারাবাতির মতো। যদিও সেই সময় ওই গানটির জন্য ৭০০০ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। তার পর অবশ্য একাধিক শো করেছেন। তাঁর কর্মজীবন দাঁড়িয়ে ছিল এই গানের উপরই।