অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির জন্য গাজীপুর ও নারায়নগঞ্জে ২১ কোটি ১৮ লাখ টাকা দিয়ে ৭০২.০৮ শতক জমি কেনা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জন্য গাজীপুরে ১৩ কোটি ৭০ লাখ টাকা দিয়ে ৪৬০ শতক জমি কেনা হবে সীম অ্যাগ্রো ফুডস লিমিটেড থেকে। এছাড়া গাজীপুরেই কয়েকজনের ব্যক্তি মালিকানাধীন ব্যক্তির থেকে ৬ কোটি ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির জন্য গাজীপুর ও নারায়নগঞ্জে ২১ কোটি ১৮ লাখ টাকা দিয়ে ৭০২.০৮ শতক জমি কেনা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জন্য গাজীপুরে ১৩ কোটি ৭০ লাখ টাকা দিয়ে ৪৬০ শতক জমি কেনা হবে সীম অ্যাগ্রো ফুডস লিমিটেড থেকে। এছাড়া গাজীপুরেই কয়েকজনের ব্যক্তি মালিকানাধীন ব্যক্তির থেকে ৬ কোটি ৩০ লাখ টাকা দিয়ে ২০৮.৫০ শতক জমি কেনা হবে।

অন্যদিকে নারায়নগঞ্জে ৯০ লাখ ৪০ হাজার ৫০০ টাকা দিয়ে ২৫.৮৩ শতক জমি কেনা হবে। এছাড়া একই জেলায় ২৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা দিয়ে আরও ৭.৭৫ শতক জমি কেনা হবে।