অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ৫ কার্যদিবস উত্থানের পর সোমবার (৩০ জুন) নামমাত্র পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮৩৮ পয়েন্টে। যা রবিবার ৭ পয়েন্ট, বৃহস্পতিবার ৬৫ পয়েন্ট, বুধবার ৫০ পয়েন্ট, মঙ্গলবার ২৩ পয়েন্ট ও সোমবার ১৭ পয়েন্ট বেড়েছিল।

সোমবার ডিএসইতে ৪৬৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ৫ কার্যদিবস উত্থানের পর সোমবার (৩০ জুন) নামমাত্র পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮৩৮ পয়েন্টে। যা রবিবার ৭ পয়েন্ট, বৃহস্পতিবার ৬৫ পয়েন্ট, বুধবার ৫০ পয়েন্ট, মঙ্গলবার ২৩ পয়েন্ট ও সোমবার ১৭ পয়েন্ট বেড়েছিল।

সোমবার ডিএসইতে ৪৬৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৯৪ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৯ কোটি ৮১ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩০ টি বা ৩২.৫০ শতাংশের। আর দর কমেছে ২০৫ টি বা ৫১.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৫ টি বা ১৬.২৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪ টির, কমেছে ১০৫ টির এবং পরিবর্তন হয়নি ৪০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪৩৮পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট বেড়েছিল।