বিনোদন ডেস্ক : বেশ অনেক বছর আগের কথা। একবার এক ব্লগে বলিউড সুপারস্টার আমির খান লিখেছিলেন, ‘শাহরুখ আমার তালু চাটছে। আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি। এর থেকে আর কী চাই!’ এই মন্তব্য তীব্র সমালোচনার মুখে পড়েছিল। বলিউডে আমিরকে বিতর্কিতও করেছিল।

পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, তার একটি কুকুর ছিল যার নাম ছিল ‘শাহরুখ’। ওই কুকুরটি তিনি এক পারসি মালিকের কাছ থেকে কিনেছিলেন। ওই মালিকই তার নাম দিয়েছিলেন শাহরুখ। তিনি এটি মজা ...

বিনোদন ডেস্ক : বেশ অনেক বছর আগের কথা। একবার এক ব্লগে বলিউড সুপারস্টার আমির খান লিখেছিলেন, ‘শাহরুখ আমার তালু চাটছে। আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি। এর থেকে আর কী চাই!’ এই মন্তব্য তীব্র সমালোচনার মুখে পড়েছিল। বলিউডে আমিরকে বিতর্কিতও করেছিল।

পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, তার একটি কুকুর ছিল যার নাম ছিল ‘শাহরুখ’। ওই কুকুরটি তিনি এক পারসি মালিকের কাছ থেকে কিনেছিলেন। ওই মালিকই তার নাম দিয়েছিলেন শাহরুখ। তিনি এটি মজা করেই বলেছিলেন। কিন্তু শাহরুখ ভক্তরা বিষয়টি ভালোভাবে নেননি।

পরে নিজের ভুল উপলব্ধি করে আমির খান শাহরুখ খানের বাসায় যান। শাহরুখের সন্তান আরিয়ান খান ও সুহানা খানের কাছে ক্ষমাও চান। এরপর থেকে দুই খানের বন্ধুত্বটা দারুণ জমজমাট। তবে এই কুকুর প্রসঙ্গে আমির কখনো মুখ খোলেননি।

অবশেষে সেটা নিয়েই কথা বললেন তিনি। সম্প্রতি ‘সিতারে জমিন পার’ সিনেমার সাফল্য উদযাপন করতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি সেই পুরোনো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। দ্য লালনটপকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘আসলে একটা সময় ছিল যখন আমি আর শাহরুখ একে অপরকে নিয়ে অনেক কিছু বলতাম। হয়তো উনি আমার ওপর অসন্তুষ্ট ছিলেন। কেন ছিলেন সেটা আমি জানি না, হয়তো আমি অন্যদের সম্পর্কে কিছু বলি না, সেই কারণে। তখনকার সময়টা একদম শিশুসুলভ ছিল।’

তিনি আরও বলেন, ‘শাহরুখ এখন আমার ভালো বন্ধু। আমাদের ক্যারিয়ার যখন শুরু হয়েছিল, তখন স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা ছিল। কিন্তু সেটা ১০-১৫ বছর আগেই শেষ হয়ে গেছে, অন্তত আমার দিক থেকে তো নিশ্চয়ই। ওনার দিক থেকেও মনে হয় শেষ। সেই সময়কার আচরণ এখন ভাবলে খুবই শিশুসুলভ মনে হয়।’

আমির স্বীকার করেন যে শাহরুখ খানের সঙ্গে তখন তার ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি বলেন, ‘শাহরুখ প্রতি বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার উপস্থিতি না থাকাকে কেন্দ্র করে রসিকতা করতেন। আমি তো যাই না, তাই ও প্রতি বছরই আমাকে নিয়ে মজা করত।’

সবশেষে আমির খান বলেন, ‘এসব এখন অতীত। আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই আছি।’

এই বক্তব্যের মাধ্যমে দুজন বলিউড সুপারস্টারের মধ্যে সম্পর্কের জটিলতা ও তার পরিপূর্ণ সমাধান স্পষ্ট হয়ে উঠেছে।