অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, ব্যাংকটির আর্থিক হিসাবে মূলধন ঝুঁকি জনিত সম্পদের অনুপাত (সিআরএআর) ৬.৪৩% দেখানো হয়েছে। তবে প্রভিশনিং ঘাটতি বিবেচনায় এই অনুপাত ঋণাত্মক ৩৩.৯৫%। এরফলে ব্যাংকটির মূলধন ঘাটতি ২ হাজার ২৮৫ কোটি ১ লাখ টাকা।

এদিকে ব্যাংকটি দীর্ঘ সময় ধরে সিআরআর ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, ব্যাংকটির আর্থিক হিসাবে মূলধন ঝুঁকি জনিত সম্পদের অনুপাত (সিআরএআর) ৬.৪৩% দেখানো হয়েছে। তবে প্রভিশনিং ঘাটতি বিবেচনায় এই অনুপাত ঋণাত্মক ৩৩.৯৫%। এরফলে ব্যাংকটির মূলধন ঘাটতি ২ হাজার ২৮৫ কোটি ১ লাখ টাকা।

এদিকে ব্যাংকটি দীর্ঘ সময় ধরে সিআরআর এবং এসএলআর পূরণ করে চলতে পারছে না বলে জানিয়েছেন নিরীক্ষক। কারন ব্যাংকটির ৬০ শতাংশের বেশি বিনিয়োগ বা প্রদত্ত ঋণ নন-পারফরমিং হয়ে গেছে। এছাড়া গ্রাহকদের ১৬.৬৪% ডিপোজিট কমেছে ও প্লেসমেন্ট দায় বেড়েছে ৯ হাজার ৮৫ কোটি টাকা।

চলমান এই শোচণীয় দুরাবস্থার কারনে সোশ্যাল ইসলামী ব্যাংকের ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

আরও পড়ুন.....

স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি ২৯.৬১ টাকার লোকসান যেভাবে ০.৭৪ টাকা মুনাফা

নিরীক্ষক জানিয়েছে, এ ব্যাংকটির বিনিয়োগের বিপরীতে ২ হাজার ৩১৫ কোটি ৮১ লাখ টাকা প্রভিশন বা সঞ্চিতি দরকার। কিন্তু তারা করেছে ১ হাজার ৫০২ কোটি ৬২ লাখ টাকা। এতে করে ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাবে ৮১৩ কোটি ১৯ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি রয়েছে।

তবে ওই ঘাটতি সঞ্চিতির অংশ ২০২৪ সালে যদি গঠন করা হতো, তাহলে ব্যাংকটির ওই বছরে ৯১৪ কোটি ৬৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৮.০২ টাকা লোকসান হতো। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ লোকসান দেখিয়েছে ১০১ কোটি ৪৭ লাখ টাকা। আর শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে ০.৮৯ টাকা।

উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১৪০ কোটি ১৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৮৮.৩৮ শতাংশ। কোম্পানিটির রবিবার (০৬ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ৮.১০ টাকায়।