শেয়ারবাজারে বড় উত্থান

দেশের শেয়ারবাজারে সোমবারের (০৭ জুলাই) উত্থানের মাধ্যমে টানা ৩ কার্যদিবস মূল্যসূচকের বৃদ্ধি হয়েছে। এরমধ্যে আজ শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। একইসঙ্গে লেনদেনও বেড়েছে।
সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৭৬ পয়েন্টে। যা বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল।
এদিন ডিএসইতে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫০৬ কোটি ১৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ২৮ লাখ টাকার বা ১৩ শতাংশ।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৮ টি বা ৭০.২০ শতাংশের। আর দর কমেছে ৭৩ টি বা ১৮.৪৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৩৬ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৪ টির, কমেছে ৪৮ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৩২ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট বেড়েছিল।
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সোমবারের (০৭ জুলাই) উত্থানের মাধ্যমে টানা ৩ কার্যদিবস মূল্যসূচকের বৃদ্ধি হয়েছে। এরমধ্যে আজ শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। একইসঙ্গে লেনদেনও বেড়েছে।
সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৭৬ পয়েন্টে। যা বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল।
এদিন ডিএসইতে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫০৬ কোটি ১৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ২৮ লাখ টাকার বা ১৩ শতাংশ।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৮ টি বা ৭০.২০ শতাংশের। আর দর কমেছে ৭৩ টি বা ১৮.৪৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৩৬ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৪ টির, কমেছে ৪৮ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৩২ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট বেড়েছিল।