অতিরঞ্জিত সুদ আয় দেখিয়েছে এসআইবিএল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) আর্থিক হিসাবে অনিয়মিত হয়ে পড়া গ্রাহকের থেকে সুদজনিত আয় দেখানো হয়েছে। এর মাধ্যমে অতিরঞ্জিত সুদজনিত আয় দেখানো হয়েছে।
ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাবে বিনিয়োগ আয় দেখানো হয়েছে ৩ হাজার ১৬৯ কোটি ৬৭ লাখ টাকা। এরমধ্যে ১৮৫ কোটি ২৯ লাখ টাকা বা ৫.৮৫% রয়েছে অনিয়মিত গ্রাহকের থেকে। যে গ্রাহকের লোনকে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) আর্থিক হিসাবে অনিয়মিত হয়ে পড়া গ্রাহকের থেকে সুদজনিত আয় দেখানো হয়েছে। এর মাধ্যমে অতিরঞ্জিত সুদজনিত আয় দেখানো হয়েছে।
ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাবে বিনিয়োগ আয় দেখানো হয়েছে ৩ হাজার ১৬৯ কোটি ৬৭ লাখ টাকা। এরমধ্যে ১৮৫ কোটি ২৯ লাখ টাকা বা ৫.৮৫% রয়েছে অনিয়মিত গ্রাহকের থেকে। যে গ্রাহকের লোনকে নন-পারফরমিং হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই ব্যাংক কর্তৃপক্ষ সিআরআর ও এসএলআর সঠিকভাবে রক্ষণাবেক্ষন করে না বলে জানিয়েছেন নিরীক্ষক। তারপরেও ব্যাংক কর্তৃপক্ষ সরকার থেকে বিশেষ তারল্য সুবিধা, বিশেষ ইসলামিক বন্ড, ইসলামী ব্যাংক তারল্য সুবিধা, বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ তারল্য সুবিধা ও ওভারড্রাফট এবং অন্যান্য ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা ঋনকে বিবেচনায় নিয়ে সিআরআর ও এসএলআর ইতিবাচক দেখিয়েছে।
আরও পড়ুন
অস্তিত্ব ঝুঁকিতে সোশ্যাল ইসলামী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিতভাবে কমপক্ষে ৩০% শেয়ার ধারনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংকে এ হার মাত্র ১১.৬২%।
এই ব্যাংক কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-২৪ অনুযায়ি, রিলেটেড পার্টির সঙ্গে লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১৪০ কোটি ১৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৮৮.৩৮ শতাংশ। কোম্পানিটির সোমবার (০৭ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ৮.৫০ টাকায়।