লেনদেন সাড়ে ৪ মাসে সর্বোচ্চ
আমেরিকার শুল্কারোপও ঠেকাতে পারেনি উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ১৪টি দেশের পণ্যে নতুন শুল্কহার ঘোষণা করেছেন। এতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই চড়া শুল্ক। এমন শুল্ক ঘোষণার পরে শেয়ারবাজারে পতন হওয়া স্বাভাবিক ছিল। তবে বাংলাদেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়লেও তা উত্থান ঠেকাতে পারেনি। কারন এরইমধ্যে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের কিছুটা আস্থা তৈরী হয়েছে।
মঙ্গলবার দেশের শেয়ারবাজারে উত্থানের মাধ্যমে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ১৪টি দেশের পণ্যে নতুন শুল্কহার ঘোষণা করেছেন। এতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই চড়া শুল্ক। এমন শুল্ক ঘোষণার পরে শেয়ারবাজারে পতন হওয়া স্বাভাবিক ছিল। তবে বাংলাদেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়লেও তা উত্থান ঠেকাতে পারেনি। কারন এরইমধ্যে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের কিছুটা আস্থা তৈরী হয়েছে।
মঙ্গলবার দেশের শেয়ারবাজারে উত্থানের মাধ্যমে টানা ৪ কার্যদিবস মূল্যসূচকের বৃদ্ধি হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাড়ে ৪ মাস পর লেনদেন ৬০০ কোটি টাকা টাকার ঘরে উঠেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৮২ পয়েন্টে। যা এর আগের ৩ কার্যদিবসের মধ্যে সোমবার ৮২ পয়েন্ট, বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি ৬০০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৮ টি বা ৩৯.৭০ শতাংশের। আর দর কমেছে ১৯১ টি বা ৪৭.৯৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৯ টি বা ১২.৩১ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯ টির, কমেছে ১১৩ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৩০ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২০৪ পয়েন্ট বেড়েছিল।