শেয়ারবাজার উন্নয়নে কোটি টাকার চেয়ে নীতিগত সহায়তা অধিক গুরুত্বপূর্ণ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) এর সভাপতি মাজেদা খাতুন বলেন, দেশের পুঁজিবাজার উন্নয়নে কোটি টাকা আর্থিক সহায়তার তুলনায় নীতিগত সহায়তা প্রদান অধিক গুরুত্বপূর্ণ। এছাড়া শেয়ারবাজারের সম্প্রসারণে পরিমানগত এর পাশাপাশি গুণগত পরিবর্তন প্রয়োজন বলে জানান তিনি।
মঙ্গলবার (০৮ জুলাই) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেটের সম্প্রসারণ : টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি কাঠামো' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি মাজেদা ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) এর সভাপতি মাজেদা খাতুন বলেন, দেশের পুঁজিবাজার উন্নয়নে কোটি টাকা আর্থিক সহায়তার তুলনায় নীতিগত সহায়তা প্রদান অধিক গুরুত্বপূর্ণ। এছাড়া শেয়ারবাজারের সম্প্রসারণে পরিমানগত এর পাশাপাশি গুণগত পরিবর্তন প্রয়োজন বলে জানান তিনি।
মঙ্গলবার (০৮ জুলাই) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেটের সম্প্রসারণ : টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি কাঠামো' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী, অর্থ) ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসই চেয়ারম্যান হাবিবুর রহমান ও এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসলেও কমিশন সভার কারনে শুরু হওয়ার আগেই চলে যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
মাজেদা খাতুন বলেন, "বিনিয়োগ ঝুঁকি নিরসনের জন্য বাজারে পণ্য বৈচিত্র্য নিশ্চিত করা জরুরি। এলক্ষ্যে, ইস্যুয়ার কোম্পানিসমূহকে বিভিন্ন নীতিগত সহায়তা প্রদান ও ঘনঘন রেগুলেশন পরিবর্তন না করা আবশ্যক।”
এতে বিএমবিএ’র কোষাধ্যক্ষ ইফতেখার আলম পুঁজিবাজারের ইকোসিস্টেমের বিদ্যমান সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বিশেষভাবে তুলে ধরেন বর্তমান পুঁজিবাজার ব্যবস্থার প্রধান বাধাসমূহ:
১. মানি মার্কেটের তুলনায় পুঁজিবাজারে তহবিল সংগ্রহ প্রক্রিয়া অত্যধিক দীর্ঘ
২. আইপিও প্রাপ্ত অর্থের ব্যবহারে নানা ধরণের বিধিনিষেধ
৩. ভ্যালুয়েশন পদ্ধতি অত্যন্ত কঠোর ও সীমিত
৪. প্রাইভেট কোম্পানির জন্য সরাসরি তালিকাভুক্তির কোনো সুযোগ নেই
৫. অতিরিক্ত ডকুমেন্টেশন বা কাগজপত্রের জটিলতা
৬. লভ্যাংশ ঘোষণার ভিত্তিতে সিকিউরিটিজ ক্যাটেগরাইজেশন, যা কোম্পানির সামগ্রিক পারফরম্যান্স প্রতিফলিত করে না
তিনি আন্তর্জাতিক মান অনুসরণ করে দ্রুত ও কার্যকর তালিকাভুক্তির জন্য আইপিও প্রক্রিয়া আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি ড. আনিসুজ্জামান চৌধুরী তাঁর বক্তব্যে পুঁজিবাজারকে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে উল্লেখ করে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও নীতিমালার কথা তুলে ধরেন। তিনি স্টেকহোল্ডারদের দায়িত্বশীল ভূমিকা, নীতিমালার সমন্বয় এবং স্বচ্ছতার ওপর জোর দেন। পাশাপাশি, তিনি অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠান বিকাশের প্রয়োজনীয়তা ও পুঁজিবাজার এবং অর্থবাজারের মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।