সংশোধনীতে ১.৩০ টাকার ইপিএস নেমে আসল ঋণাত্মক ২১.৭৯ টাকায়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভিতরে ফাঁকা গ্লোবাল ইসলামী ব্যাংক শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৪২৫ কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছে। যে ব্যাংকটির আর্থিক হিসাবে ছিল ভয়াবহ মিথ্যা তথ্য। এই ব্যাংকটির আর্থিক হিসাব সংশোধনীতে ১.৩০ টাকার ইপিএস নেমে এসেছে ঋণাত্মক (২১.৭৯) টাকায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের ২৯ এপ্রিল ব্যাংকটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) উল্লেখ করা হয়েছিল ১.৩০ টাকা। এছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভিতরে ফাঁকা গ্লোবাল ইসলামী ব্যাংক শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৪২৫ কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছে। যে ব্যাংকটির আর্থিক হিসাবে ছিল ভয়াবহ মিথ্যা তথ্য। এই ব্যাংকটির আর্থিক হিসাব সংশোধনীতে ১.৩০ টাকার ইপিএস নেমে এসেছে ঋণাত্মক (২১.৭৯) টাকায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের ২৯ এপ্রিল ব্যাংকটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) উল্লেখ করা হয়েছিল ১.৩০ টাকা। এছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ১৩.৯৪ টাকা ও শেয়ারপ্রতি পরিচালন নিট নগদ প্রবাহ (০.১৬) টাকা উল্লেখ করা হয়েছিল।
এর উপর ভিত্তি করে ব্যাংকটির পর্ষদ ৫% বোনাস শেয়ার ও ৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে কয়েক দফায় তারিখ নির্ধারন করেও শেষ পর্যন্ত বার্ষিক সাধারন সভা (এজিএম) করতে না পারায় সেই লভ্যাংশ এখনো বিতরন করা হয়নি।
এদিকে ২০২৩ সালের আর্থিক হিসাব সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির দেখানো ১.৩০ টাকার ইপিএস নেমে এসেছে ঋণাত্মক (২১.৭৯) টাকায়। আর ১৩.৯৪ টাকার এনএভিপিএস ঋণাত্মক (৯.১৪) টাকায় নেমে এসেছে।