অস্তিত্ব ঝুঁকিতে থাকা ফনিক্স ফাইন্যান্সের সঞ্চিতি ঘাটতি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষা জানিয়েছে, এ কোম্পানিটির বিনিয়োগের বিপরীতে ২০২৪ সালের আর্থিক হিসাবে ৭ কোটি ৩ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি রয়েছে।
এই সঞ্চিতি ঘাটতির পরেও কোম্পানিটির ২০২৪ সালে ৮০৮ কোটি ২৩ লাখ টাকা লোকসান হয়েছে। আর নিট সম্পদ ঋণাত্মক হয়ে গেছে ১ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষা জানিয়েছে, এ কোম্পানিটির বিনিয়োগের বিপরীতে ২০২৪ সালের আর্থিক হিসাবে ৭ কোটি ৩ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি রয়েছে।
এই সঞ্চিতি ঘাটতির পরেও কোম্পানিটির ২০২৪ সালে ৮০৮ কোটি ২৩ লাখ টাকা লোকসান হয়েছে। আর নিট সম্পদ ঋণাত্মক হয়ে গেছে ১ হাজার ৩৬০ কোটি ৩০ লাখ টাকা।
চলমান এই শোচণীয় দুরাবস্থার কারনে ফনিক্স ফাইন্যান্সের ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফনিক্স ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬৫ কোটি ৮৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭৩.৯৯ শতাংশ। কোম্পানিটির বুধবার (০৯ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ৩.৯০ টাকায়।