বিনোদন ডেস্ক : ভারতের সিনেমা জগতের চিরসবুজ সুপারস্টার রজনীকান্ত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকের হৃদয়ে রাজত্ব করে আসছেন। নায়ক হিসেবে তিনি বহু নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। অনেক সময়েই তার চেয়ে বয়সে অনেক ছোট নায়িকাদের সঙ্গেও রোমান্সে জড়িয়েছেন পর্দায়।

তবে এক সময় এসে থেমে গিয়েছেন তিনি। প্রকাশ্যেই জানিয়ে দেন, তিনি আর অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে রোমান্স করবেন না। বরং বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করতে চান।

এই বক্তব্যটি তিনি প্রকাশ্যে বলেছিলেন ...

বিনোদন ডেস্ক : ভারতের সিনেমা জগতের চিরসবুজ সুপারস্টার রজনীকান্ত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকের হৃদয়ে রাজত্ব করে আসছেন। নায়ক হিসেবে তিনি বহু নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। অনেক সময়েই তার চেয়ে বয়সে অনেক ছোট নায়িকাদের সঙ্গেও রোমান্সে জড়িয়েছেন পর্দায়।

তবে এক সময় এসে থেমে গিয়েছেন তিনি। প্রকাশ্যেই জানিয়ে দেন, তিনি আর অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে রোমান্স করবেন না। বরং বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করতে চান।

এই বক্তব্যটি তিনি প্রকাশ্যে বলেছিলেন ‘কালা’ ছবির অডিও লঞ্চ অনুষ্ঠানে। সেখানেই রজনীকান্ত বলেন, ‘আমি এখন ৬৫ বছর বয়সী। আমার আর অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘৪০ বছর ধরে লোকজন বলছে আমি শেষ হয়ে গেছি। কিন্তু সৃষ্টিকর্তা ও আপনাদের আশীর্বাদে এখনও টিকে আছি। যতই সমালোচনা হোক, আমি সেই কাজই করব যা আমার বয়সের সঙ্গে মানিয়ে করব।’

এই বক্তব্যে তার আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতাই প্রকাশ পায়।

রজনীকান্ত শুধু অভিনয় নিয়েই নয়, সমাজসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও খোলাখুলি মতামত প্রকাশ করেন। এক অনুষ্ঠানে স্ত্রী লতা রজনীকান্তের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বলেন, ‘এই মোবাইল ফোনের যুগে আমাদের দেশের অনেক তরুণ এবং কিছু প্রাপ্তবয়স্কও নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতি ভুলে যাচ্ছেন। তারা পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করছেন, অথচ নিজেদের দেশের গৌরব ও ঐতিহ্য সম্পর্কে অজানাই রয়ে যাচ্ছেন।’

বর্তমানে রজনীকান্ত ৭৪ বছর বয়সী হলেও তার কাজের গতি একটুও কমেনি। সামনে আসছে বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘কুলি’। এটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। এতে রজনীকে দেখা যাবে শক্তিশালী অ্যাকশন চরিত্রে।

এছাড়াও তার হাতে রয়েছে আরেক আলোচিত ছবি ‘জেলার ২’। এর শুটিং চলছে পুরোদমে।