বিনোদন ডেস্ক : মাস কয়েক ধরেই করণ জোহরকে নিয়ে আলোচনা চলছে। কারণ তাঁর চেহারা। হঠাৎই করণের ওজন বেশ কয়েক কেজি কমে গেছে। তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যথার শেষ নেই! এরমধ্যে জানা গেছে, এক ধাক্কায় প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন একদা স্থূলকায় এই পরিচালক।

করণের সাম্প্রতিক ছবি দেখে কেউ কেউ শিউরে উঠছেন। পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরাও। প্রথমে অনেকেই অনুমান করেছিলেন, ওজন কমানোর ওষুধ খাচ্ছেন করণ। যদিও তা অস্বীকার করেন খোদ ...

বিনোদন ডেস্ক : মাস কয়েক ধরেই করণ জোহরকে নিয়ে আলোচনা চলছে। কারণ তাঁর চেহারা। হঠাৎই করণের ওজন বেশ কয়েক কেজি কমে গেছে। তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যথার শেষ নেই! এরমধ্যে জানা গেছে, এক ধাক্কায় প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন একদা স্থূলকায় এই পরিচালক।

করণের সাম্প্রতিক ছবি দেখে কেউ কেউ শিউরে উঠছেন। পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরাও। প্রথমে অনেকেই অনুমান করেছিলেন, ওজন কমানোর ওষুধ খাচ্ছেন করণ। যদিও তা অস্বীকার করেন খোদ পরিচালক।

অনেকেই আবার ভাবছেন করণের শরীরে এমন কোনও রোগ বাসা বেঁধেছে, যার কথা স্বীকার করছেন না তিনি। এবার সবার সব কৌতহূল মিটিয়ে নিজের ওজন কমার কারণ জানালেন করণ।

সমাজমাধ্যমে যে গত কয়েক দিনে তাঁকে নিয়ে ফিসফাস চলছে, তা জানেন করণ। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এসে করণ বলেন, ‘‘লোকে তো আমাকে প্রায় মেরেই ফেলেছিল! আমি সকলকে তে চাই আমি একেবারে সুস্থ। আমার শরীরের এমন কোনও মারাত্মক রোগ বাসা বাঁধেনি। আমি ওজন কমিয়ে খুব খুশি, ভাল আছি। নিজেকে খুব হালকা মনে হচ্ছে আজকাল।’’

জানা গেছে পরিচালক নাকি ‘ওম্যাড’ (ওয়ান মিল আ ডে) ডায়েট করেন। যেখানে দিনে একবেলা খাবার খান তিনি। তা-ও নিরামিষ। দুগ্ধজাত খাবার ও চিনি নাকি পুরোপুরি ছেড়েছেন করণ।

পরিচালক জানিয়েছেন ওজন কমার ফলে জীবন অনেক পরিবর্তন লক্ষ্য করছেন। আর ওজন কমানোর প্রয়োজনীয়তা অনুভব করেন তাঁর দুই ছেলে মেয়ের জন্য। করণ বলেন, ‘‘আমার দু’টি সন্তানের জন্য এখনও অনেকদিন বাঁচতে হবে। শুধু তাই নয়, দর্শকদের ভাল ভাল গল্প বলাও বাকি।’’