রিং শাইনের প্লেসমেন্ট জালিয়াতিতে মূলহোতা কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে মূলধন বৃদ্ধিতে অনিয়ম হয়েছে বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যে কারনে এই অনিয়মের সঙ্গে জড়িত মূলহোতা আব্দুল কাদের ফারুকসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সোমবার (১৪ জুলাই) বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিটি পরিশোধিত মূলধন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে মূলধন বৃদ্ধিতে অনিয়ম হয়েছে বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যে কারনে এই অনিয়মের সঙ্গে জড়িত মূলহোতা আব্দুল কাদের ফারুকসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সোমবার (১৪ জুলাই) বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিটি পরিশোধিত মূলধন ৯.৯৫ কোটি টাকা হতে ২৮৫.০৫ কোটি টাকায় উন্নীত করে। পরবর্তীতে অর্থ জমা ছাড়া প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ইস্যু বা বরাদ্দের মাধ্যমে ২৭৫ কোটি টাকার মূলধন বৃদ্ধি সংশ্লিষ্ট সংঘবদ্ধ আর্থিক জালিয়াতির অভিযোগ উঠে এবং এ বিষয়ে তদন্ত পরিচালিত হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশন আইনি প্রক্রিয়ায় শুনানী শেষে রিং শাইন টেক্সটাইল লিমিটেড এর প্রাইভেট প্লেসমেন্ট শেয়ারের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ক) আইপিও প্রসপেক্টাসে মিথ্যা ও বানোয়াট (false and fabricated) তথ্য সরবরাহ করার কারণে রিং শাইন টেক্সটাইলস লিমিটেড এর উদ্যোক্তা, তৎকালীন পরিচালকগণ, তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, তৎকালীন নির্বাহী পরিচালকসহ মোট ০৯ জন এবং কোম্পানিটির তৎকালীন সিএফও ও কোম্পানী সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কর্তৃক সংঘটিত কোম্পানীর প্রি-আইপিও প্লেসমেন্ট সংক্রান্ত সংঘবদ্ধ আর্থিক দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
খ) ইস্যু ম্যানেজারের পরিবর্তে আব্দুল কাদের ফারুকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সংঘটিত রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের শেয়ার প্লেসমেন্ট সংক্রান্ত দুর্নীতির প্রেক্ষিতে তৎকালীন পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানী সচিব এর বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্যও বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও রিং শাইন টেক্সটাইলস লিমিটেড উক্ত উদ্যোক্তা/ তৎকালীন পরিচালকগণ, ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, সিএফও ও কোম্পানী সচিব সহ সংশ্লিষ্ট Abdul Kader Faruk ও Ashok Kumar Chirimar (ভারতীয় নাগরিক)-সহ মোট ১৩ জন এর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
গ) রিং শাইন টেক্সটাইলস লিমিটেড এর সংশ্লিষ্ট হিসাব বছরের (২০১৫-১৬,১৬-১৭,১৭-১৮,১৮-১৯ ও ২০১৯-২০২০) মিথ্যা ও বানোয়াট (false and fabricated) আর্থিক বিবরণী প্রত্যয়ন করায় সংশ্লিষ্ট ৪ টি নিরীক্ষক প্রতিষ্ঠান (Ahmed & Akhter, Shiraz Khan Basak & Co., Mahfel Huq & Co., ATA Khan & Co.) এবং তাদের পার্টনারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ফাইন্যন্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (FRC)-এ অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
ঘ) রিং শাইন টেক্সটাইলস লিমিটেড এর বহিরাগত (External) প্লেসমেন্টহোল্ডারগণ, যারা কোম্পানীর হিসাবে অর্থ জমা না দিয়ে অথবা আংশিক জমা দিয়ে তাদের নামে শেয়ার বরাদ্দ নেয়ার মাধ্যমে অর্থ আত্বসাৎ করেছেন, এমন প্লেসমেন্টহোল্ডারদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঙ) রিং শাইন টেক্সটাইলস লিমিটেড এর শেয়ার প্লেসমেন্ট সংক্রান্ত যে দুর্নীতি সংগঠিত হয়েছিল, তার মূলহোতা হিসাবে দায়ী Abdul Kader Faruk এবং তার সাথে সংশ্লিষ্ট হিসাবে Ashok Kumar Chirimar (ভারতীয় নাগরিক) এর বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।