লেনদেন সাড়ে ৮ মাসে সর্বোচ্চ : বাড়ছে সূচক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগামি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। যাতে শেয়ারবাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে। এরমধ্যে বুধবার (১৬ জুলাই) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। একইদিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাড়ে ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১১৭ পয়েন্টে। যার পরিমাণ আগেরদিন (মঙ্গলবার) বেড়েছিল ০.৩৭ পয়েন্ট। তবে এর ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগামি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। যাতে শেয়ারবাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে। এরমধ্যে বুধবার (১৬ জুলাই) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। একইদিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাড়ে ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১১৭ পয়েন্টে। যার পরিমাণ আগেরদিন (মঙ্গলবার) বেড়েছিল ০.৩৭ পয়েন্ট। তবে এর আগে ৬ কার্যদিবসের টানা উত্থানের পর গত সোমবার ৫ পয়েন্ট ও রবিবার ২ পয়েন্ট কমেছিল।
এর আগের ৬ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট, বুধবার ৫৪ পয়েন্ট, মঙ্গলবার ৫ পয়েন্ট, সোমবার ৮২ পয়েন্ট এবং এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৬ কার্যদিবসে সূচকটি বাড়ে ২৩০ পয়েন্ট।
বুধবার ডিএসইতে ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ৫ নভেম্বর আজকের থেকে বেশি লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৬৭ টি বা ৬৭.২৫ শতাংশের। আর দর কমেছে ৭৯ টি বা ১৯.৯০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১২.৮৫ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪০ টির, কমেছে ৪৫ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২২৩ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমেছিল।