বাড়ছে আস্থা, ঘুরে দাড়াচ্ছে শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৩২ পয়েন্টে। যা আগেরদিন ৫৫ পয়েন্ট বেড়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৩৪ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৩২ পয়েন্টে। যা আগেরদিন ৫৫ পয়েন্ট বেড়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৩০ লাখ টাকার বা ৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৩ টি বা ৩৮.৬৩ শতাংশের। আর দর কমেছে ১৮০ টি বা ৪৫.৪৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩ টি বা ১৫.৯০ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৬ টির, কমেছে ৭৫ টির এবং পরিবর্তন হয়নি ৩৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৩৩০পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়েছিল।