বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের গতিবিধির উপর অনুরাগীদের নজর থাকেই। পাশাপাশি, বিভিন্ন সময়ে উঠে আসে তাঁদের উপার্জনের প্রসঙ্গও। আলিয়া ভাট এই মুহূর্তে ভারতীয় সিনেমার প্রথম সারীর অভিনেত্রী। একের পর এক হিট তাঁর ঝুলিতে। সাফল্য দেখে মাথা ঘুরে যায়নি আলিয়ার। শোনা যায়, বাড়ির পরিচারকদের যে পরিমাণ অর্থ সাহায্য করেছেন অভিনেত্রী, তা প্রায় অবিশ্বাস্য। জুহুর মতো অভিজাত জায়গায় রয়েছে আলিয়ার বাড়ির পরিচারকদের ফ্ল্যাট।

একটি সমীক্ষার রিপোর্টে দাবি, আলিয়া প্রতি বছর প্রায় ৬০ কোটি ...

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের গতিবিধির উপর অনুরাগীদের নজর থাকেই। পাশাপাশি, বিভিন্ন সময়ে উঠে আসে তাঁদের উপার্জনের প্রসঙ্গও। আলিয়া ভাট এই মুহূর্তে ভারতীয় সিনেমার প্রথম সারীর অভিনেত্রী। একের পর এক হিট তাঁর ঝুলিতে। সাফল্য দেখে মাথা ঘুরে যায়নি আলিয়ার। শোনা যায়, বাড়ির পরিচারকদের যে পরিমাণ অর্থ সাহায্য করেছেন অভিনেত্রী, তা প্রায় অবিশ্বাস্য। জুহুর মতো অভিজাত জায়গায় রয়েছে আলিয়ার বাড়ির পরিচারকদের ফ্ল্যাট।

একটি সমীক্ষার রিপোর্টে দাবি, আলিয়া প্রতি বছর প্রায় ৬০ কোটি টাকা উপার্জন করেন। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২৯৯ কোটি টাকা। ছবিপ্রতি তাঁর পারিশ্রমিকও চমকে দিতে পারে। ‘

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন মহেশ ভাটের কন্যা। ওই ছবির জন্য আলিয়া নাকি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এখন ছবি বুঝে আলিয়া তাঁর পারিশ্রমিক চূড়ান্ত করেন।

যেমন, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য পারিশ্রমিক হিসাবে তিনি নিয়েছিলেন ২০ কোটি টাকা। আবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য আলিয়ার পারিশ্রমিক ছিল ১০ থেকে ১২ কোটি টাকার মধ্যে।

আলিয়ার বাড়ি সামলান তিন জনে— ক্যারল, সুনীল ও আমোল। অভিনেত্রী ক্যারিয়ারের শুরু থেকে তাঁর সঙ্গে রয়েছেন সুনীল ও আমোল। আলিয়া ২০১৯ সালে এই দুই গৃহকর্মীকে ৫০ লক্ষ করে টাকা দেন। সেই টাকা দিয়েই তাঁদের একজন জুহুতে ফ্ল্যাট কেনেন, অন্যজন কিনেছেন খার এলাকায়।