মাঠে না নেমেই নজির ভারতীয় ব্যাটারের

খেলাধূলা ডেস্ক : ভারতের হয়ে দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এখন শুধু এক দিনের ক্রিকেট খেলবেন বিরাট কোহলি। আপাতত ভারত ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ে ব্যস্ত থাকায় মাঠের বাইরেই তিনি। চলতি বছর অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন ভারতীয় ক্রিকেটার। তবে মাঠে না নেমেও বিশ্বরেকর্ড গড়েছেন কোহলি। তাঁকে কুর্নিশ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সংস্থা আইসিসি।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতের হয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন কোহলি। অবসরের এত দিন পরেও টি-টোয়েন্টি ক্রমতালিকায় ...
খেলাধূলা ডেস্ক : ভারতের হয়ে দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এখন শুধু এক দিনের ক্রিকেট খেলবেন বিরাট কোহলি। আপাতত ভারত ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ে ব্যস্ত থাকায় মাঠের বাইরেই তিনি। চলতি বছর অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন ভারতীয় ক্রিকেটার। তবে মাঠে না নেমেও বিশ্বরেকর্ড গড়েছেন কোহলি। তাঁকে কুর্নিশ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সংস্থা আইসিসি।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতের হয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন কোহলি। অবসরের এত দিন পরেও টি-টোয়েন্টি ক্রমতালিকায় পয়েন্ট বেড়েছে তাঁর। টি-টোয়েন্টিতে কোহলির ক্যারিয়ারে সর্বোচ্চ পয়েন্ট ছিল ৮৯৭। তা বাড়িয়ে ৯০৯ করেছে আইসিসি। নতুন ক্রমতালিকায় সেটা বাড়ানো হয়েছে। টি-টোয়েন্টিতে সর্বাধিক পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের দাউইদ মালানের (৯১৯)। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব (৯১২)। এই তালিকায় তিন নম্বরে কোহলি।
টেস্টে কোহলির সর্বাধিক পয়েন্ট ৯৩৭। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে প্রায় ৬০০ রান করার পর এই পয়েন্ট পেয়েছিলেন তিনি। সেই সফরের পরেই এক দিনের ক্রিকেটেও সর্বাধিক ৯০৯ পয়েন্ট পেয়েছিলেন তিনি। এবার টি-টোয়েন্টিতেও তাঁর সর্বাধিক পয়েন্ট ৯০০-এর বেশি হল। কোহলিই বিশ্বের একমাত্র ক্রিকেটার যাঁর তিনটে ফরম্যাটেই সর্বাধিক পয়েন্ট ৯০০-এর বেশি। এই কীর্তি আর কারও নেই।
চলতি বছর আইপিএলের মাঝে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। তার কয়েক দিন পরেই অবসর ঘোষণা করেন কোহলি। গত কয়েক বছর লাল বলের ক্রিকেটে তাঁর ফর্ম ভাল ছিল না। ভারতের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ও তারপর অস্ট্রেলিয়া সফরে তেমন রান পাননি তিনি। ইংল্যান্ড সফরের দলে কোহলি থাকবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল। তার মাঝেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেন তিনি।
ভারতের হয়ে আপাতত এক দিনের ক্রিকেটেই দেখা যাবে কোহলিকে। ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ রয়েছে। সেই বিশ্বকাপের দিকেই নজর রয়েছে রোহিত ও কোহলির। বিশ্বকাপ জিতে অবসর নিতে চান তাঁরা। তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন কোহলি।