বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে শেয়ারবাজারে বড় উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগামি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। যাতে শেয়ারবাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে। এরমধ্যে শেষ ৪ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে রবিবার (২০ জুলাই) বড় মূল্যসূচক বেড়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৪ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও ০.৩৭ পয়েন্ট বেড়েছিল।
রবিবার ডিএসইতে ৭৭৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগামি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। যাতে শেয়ারবাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে। এরমধ্যে শেষ ৪ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে রবিবার (২০ জুলাই) বড় মূল্যসূচক বেড়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৪ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল।
রবিবার ডিএসইতে ৭৭৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩ কোটি ৭৭ লাখ টাকার বা ২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮০ টি বা ৪৫.২৩ শতাংশের। আর দর কমেছে ১৪৬ টি বা ৩৬.৬৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২ টি বা ১৮.০৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৩ টির, কমেছে ৭৮ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৭৬ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩২ পয়েন্ট বেড়েছিল।