অর্থ বাণিজ্য প্রতিবেদক : এইচডিএফসি ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের জন্য জোড়া সুখবর। নগদ ও বোনাস শেয়ার লভ্যাংশ একসঙ্গে ঘোষণা করেছে ভারতের বৃহত্তম বেসরকারি এই ব্যাংক। এরমধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এই প্রথম বোনাস ঘোষণা করেছে।

শনিবার (১৯ জুলাই) ব্যাংকটির পরিচালন পর্ষদ প্রতিটি শেয়ারের জন্য ১০০% বোনাস ঘোষণা করেছেন। যা আগামী ২৭ আগস্ট সংশ্লিষ্ট স্টকগুলি বিলি করবে ব্যাংক কর্তৃপক্ষ।

পাশাপাশি এ দিন ৫০ শতাংশ বা শেয়ারপ্রতি ৫ টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাংক। আগামী ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : এইচডিএফসি ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের জন্য জোড়া সুখবর। নগদ ও বোনাস শেয়ার লভ্যাংশ একসঙ্গে ঘোষণা করেছে ভারতের বৃহত্তম বেসরকারি এই ব্যাংক। এরমধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এই প্রথম বোনাস ঘোষণা করেছে।

শনিবার (১৯ জুলাই) ব্যাংকটির পরিচালন পর্ষদ প্রতিটি শেয়ারের জন্য ১০০% বোনাস ঘোষণা করেছেন। যা আগামী ২৭ আগস্ট সংশ্লিষ্ট স্টকগুলি বিলি করবে ব্যাংক কর্তৃপক্ষ।

পাশাপাশি এ দিন ৫০ শতাংশ বা শেয়ারপ্রতি ৫ টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাংক। আগামী ২৫ জুলাই এজন্য রেকর্ড ডেট ঠিক করা হয়েছে। এরপর ১১ আগস্ট লভ্যাংশের টাকা হাতে পাবেন বিনিয়োগকারীরা।

ব্যাংকটির চলতি আর্থিক বছরের প্রথম ৩ মাসে (এপ্রিল-জুন) দেশের সর্ববৃহৎ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানটির নিট রাজস্বের পরিমাণ ছিল ৫৩ হাজার ১৭০ কোটি টাকা, গত বছরের আয়ের চেয়ে যা ৩১ শতাংশ বেশি।

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ারবাজারে এসেছে ব্যাংকটির আরেক প্রতিষ্ঠান এইচওবি ফিন্যান্সশিয়াল সার্ভিসেস লিমিটেড। তাতে অফার ফর সেলে আংশিক বিনিয়োগ করায় এইচডিএফসি ব্যাংক ৯,১৩০ কোটি টাকা লাভ করতে পেরেছে।

বর্তমানে এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম ১,৯৫৬ টাকায় ঘোরাফেরা করছে। শুক্রবার, ১৮ জুলাই বাজার বন্ধ হলে এতে ১.৫৬ শতাংশের পতন লক্ষ করা যায়। তবে গত ছ’মাসে শেয়ারটির দাম বেড়েছে ১৮.৪৬ শতাংশ।