অর্থ বাণিজ্য প্রতিবেদক :   গত সপ্তাহে (২০-২৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

কোম্পানিটির শেয়ার দর ১৫.৭৫ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

 

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - দেশগার্মেন্টেসের.১৫শতাংশ, ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২০-২৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ১৫.৭৫ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - দেশগার্মেন্টেসের.১৫শতাংশ, লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের.৭০শতাংশ, স্টাইলক্রাফটের.৬০শতাংশ, অ্যারামিটসিমেন্টের.৩৩শতাংশ, ইস্টার্ণলুব্রিকেন্টের.৩০শতাংশ, মিথুননিটিংয়ের.৭৫শতাংশ, অ্যাপেক্সট্যানারীর.৭১শতাংশ, রহিমটেক্সটাইলের.৪৭শতাংশ ওহামিইন্ড্রাস্ট্রিজের.১২শতাংশ শেয়ার দর কমেছে।