ষোল কোম্পানির লভ্যাংশ ঘোষণা : ছয়টির ‘নো’

ষোল কোম্পানির লভ্যাংশ ঘোষণা : ছয়টির ‘নো’
রবিবার (২৯ অক্টোবর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সভা করেছে। এরমধ্যে ১৬ কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এবং বাকি ৬টির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ, শেয়ারপ্রতি মুনাফা/লোকসান ও রেকর্ড ডেটের তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম |
ইপিএস(টাকা) |
লভ্যাংশের হার |
ইন্ট্রাকো |
১০%নগদ |
১.৩০ |
আমরা টেকনোলজি |
১০% নগদ |
০.৭০ |
ম্যাকসন্স স্পিনিং |
০% |
(৩.৯৩) |
ষোল কোম্পানির লভ্যাংশ ঘোষণা : ছয়টির ‘নো’
রবিবার (২৯ অক্টোবর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সভা করেছে। এরমধ্যে ১৬ কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এবং বাকি ৬টির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ, শেয়ারপ্রতি মুনাফা/লোকসান ও রেকর্ড ডেটের তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম |
ইপিএস(টাকা) |
লভ্যাংশের হার |
ইন্ট্রাকো |
১০%নগদ |
১.৩০ |
আমরা টেকনোলজি |
১০% নগদ |
০.৭০ |
ম্যাকসন্স স্পিনিং |
০% |
(৩.৯৩) |
ন্যাশনাল পলিমার |
১০.৫০% নগদ |
২.০৯ |
মোজাফ্ফর স্পিনিং |
২% নগদ |
০.২২ |
জিপিএইচ ইস্পাত |
৫% নগদ ৫% বোনাস |
০.৫৮ |
সিমটেক্স ইন্ড্রাস্ট্রিজ |
১০%নগদ |
০.৮২ |
এডভেন্ট ফার্ম |
২%নগদ |
১.০৬ |
ফু-ওয়াং ফুড |
০% |
(০.৫৭) |
সিলভা ফার্মা |
১% নগদ |
০.২৪ |
প্যারামাউন্ট টেক্সটাইল |
১০% নগদ |
৭.৫১ |
প্রিমিয়ার সিমেন্ট |
১০% নগদ |
(৭.৯৯) |
শেফার্ড ইন্ড্রাস্ট্রিজ |
৫% নগদ |
০.৩৯ |
এএমসিএল প্রাণ |
৩২% নগদ |
৫.৪২ |
সামিট পোর্ট |
১২% নগদ |
১.২২ |
আলিফ ইন্ড্রাস্ট্রিজ |
১৭% নগদ |
১.৮০ |
শমরিতা হাসপাতাল |
১০% নগদ |
০.০৪ |
ইন্দো-বাংলা ফার্মা |
০% |
০.০৭ |
সাভার রিফ্র্যাক্টরি |
০% |
(৪.৮৬) |
সায়হাম টেক্সটাইল |
০% |
(০.৮৯) |
আলিফ ম্যানুফেকচারিং |
১%নগদ |
০.৫০ |
সায়হাম কটন |
০% |
০.৩০ |
উল্লেখ্য যেসব কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে সেগুলো () ব্রাকেট দিয়ে আবদ্ধ করে দেয়া হয়েছে।