একনজরে দেখে নিন ১১ কোম্পানির ইপিএস
 
			অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জানুয়ারি–জুন ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৮ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে ১১ কোম্পানির ৬ মাসের ব্যবসার তথ্য প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ৭ কোম্পানির মুনাফা বেড়েছে, ৩ কোম্পানির মুনাফা কমেছে, ১টি কোম্পানির লোকসান বেড়েছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
কোম্পানিরনাম
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জানুয়ারি–জুন ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৮ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে ১১ কোম্পানির ৬ মাসের ব্যবসার তথ্য প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ৭ কোম্পানির মুনাফা বেড়েছে, ৩ কোম্পানির মুনাফা কমেছে, ১টি কোম্পানির লোকসান বেড়েছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
| কোম্পানির নাম | ৬ মাসের ইপিএস (জানু:-জুন ২৫) | ৬ মাসের ইপিএস (জানু:-জুন ২৪) | উত্থান/পতনের হার | 
| পিপলস ইন্স্যুরেন্স | ১.৪৯ | ১.১২ | ৩৩% | 
| প্রাইম ব্যাংক | ৩.৫৩ | ২.৬৮ | ৩২% | 
| সিটি ব্যাংক | ২.২৩ | ১.৮৫ | ২১% | 
| ইউনিয়ন ইন্স্যুরেন্স | ১.১৪ | ১.০৩ | ১১% | 
| ইউনাইটেড ফাইন্যান্স | ০.১৭ | ০.১৬ | ৬% | 
| ক্রিস্টাল ইন্স্যুরেন্স | ১.৭৮ | ১.৬৯ | ৫% | 
| ব্যাংক এশিয়া | ২.২৯ | ২.২৬ | ১% | 
| পাইওনিয়ার ইন্স্যুরেন্স | ২.২০ | ২.৫৭ | (১৪%) | 
| প্যারামাউন্ট ইন্স্যুরেন্স | ১.৫৮ | ১.৮২ | (১৩%) | 
| কর্ণফুলি ইন্স্যুরেন্স | ১.১১ | ১.১২ | (১%) | 
| মাইডাস ফাইন্যান্স | (৩.২৬) | (২.৬১) | (২৫%) | 
