একনজরে দেখে নিন ২৩ কোম্পানির ইপিএস
 
			অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জানুয়ারি – জুন২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে বার্জার পেইন্টসসহ দু একটি কোম্পানির ৩ মাসের ও ৯ মাসের ইপিএস প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৩০ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে ২৩ কোম্পানির ব্যবসায়িক তথ্য প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ৬ কোম্পানির মুনাফা বেড়েছে, ১০ কোম্পানির মুনাফা কমেছে, ৪টি কোম্পানির লোকসান কমেছে, ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জানুয়ারি – জুন২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে। এরমধ্যে বার্জার পেইন্টসসহ দু একটি কোম্পানির ৩ মাসের ও ৯ মাসের ইপিএস প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৩০ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে ২৩ কোম্পানির ব্যবসায়িক তথ্য প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ৬ কোম্পানির মুনাফা বেড়েছে, ১০ কোম্পানির মুনাফা কমেছে, ৪টি কোম্পানির লোকসান কমেছে, ১টি কোম্পানির লোকসান বেড়েছে, ১টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে এবং ১টি কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
| কোম্পানির নাম | ৬ মাসের ইপিএস (জানু:-জুন২৫) | ৬ মাসের ইপিএস (জানু:-জুন২৪) | হ্রাস/বৃদ্ধির হার | 
| ফেডারেল ইন্স্যুরেন্স | ০.৭২ | ০.৫৪ | ৩৩% | 
| রিল্যায়েন্স ইন্স্যুরেন্স | ৫.৩৯ | ৪.৬৩ | ১৬% | 
| ম্যারিকো | ৬১.৭৭ | ৫৪.৭৮ | ১৩% | 
| সাউথইস্ট ব্যাংক | ১.০০ | ০.৯১ | ১০% | 
| ডিবিএইচ ফাইন্যান্স | ২.০৭ | ২.০১ | ৩% | 
| যমুনা ব্যাংক | ৩.৩১ | ৩.২৮ | ১% | 
| মিডল্যান্ড ব্যাংক | ০.১৮ | ০.৪৩ | (৫৮%) | 
| ডাচ-বাংলা ব্যাংক | ১.০৯ | ২.১১ | (৪৮%) | 
| ন্যাশনাল হাউজিং | ০.৪৫ | ০.৬০ | (২৫%) | 
| ঢাকা ব্যাংক | ১.১৫ | ১.৫১ | (২৪%) | 
| ওয়ান ব্যাংক | ০.৮৫ | ১.১২ | (২৪%) | 
| কমার্শিয়াল ইন্স্যুরেন্স | ০.৩৫ | ০.৪৬ | (২৪%) | 
| কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স | ০.৭১ | ০.৯০ | (২১%) | 
| প্রাইম ইন্স্যুরেন্স | ১.০৭ | ১.২৮ | (১৬%) | 
| বার্জার পেইন্টস | ১৮.৪৮ | ২০.৭৪ | (১১%) | 
| রিপাবলিক ইন্স্যুরেন্স | ১.০৭ | ১.১৩ | (৫%) | 
| রেকিট বেনকিজার | ৬২.১৬ | ৬২.২২ | ০০ | 
| ইউনিক্যাপ | (১.৬০) | (১.৮৮) | ১৫% | 
| ভ্যানগার্ড ফান্ড ওয়ানের | (১.০৪) | (১.৬৯) | ৩৮% | 
| ফার্স্ট প্রাইম ফাইন্যান্স | (০.১৭) | (৩.০৮) | ৯৪% | 
| গোল্ডেন জুবিলি ফান্ড | (০.০৮) | (১.৪৭) | ৯৫% | 
| বে লিজিং | (৩.০২) | (০.৮৭) | (২৪৭%) | 
| এসআইবিএল | (৪.৩৩) | ০.৫০ | (৯৬৬%) | 
