কান্নাকাটি করেও পাওনা টাকা পাইনি

বিনোদন প্রতিবেদক : দর্শকপ্রিয় অভিনেত্রী ডলি জহুর কয়েক যুগ ধরে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন। এখনো তিনি অভিনয় অঙ্গনে রয়েছেন। কিন্তু এখন চলচ্চিত্রে অভিনয় করছেন না। এ অভিনেত্রী এবার মনের গভীর আক্ষেপের কথা জানিয়েছেন। অনেক সিনেমাতে কাজ করলেও নাকি তাকে ঠিক মতো পারিশ্রমিক দেওয়া হতো না!
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ডলি জহুর আক্ষেপ করে বলেন, ‘আমরা যারা মা-খালা চরিত্রে অভিনয় করি, কোন মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি- এটা সত্যি কথা। আমার সারাজীবন ...
বিনোদন প্রতিবেদক : দর্শকপ্রিয় অভিনেত্রী ডলি জহুর কয়েক যুগ ধরে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন। এখনো তিনি অভিনয় অঙ্গনে রয়েছেন। কিন্তু এখন চলচ্চিত্রে অভিনয় করছেন না। এ অভিনেত্রী এবার মনের গভীর আক্ষেপের কথা জানিয়েছেন। অনেক সিনেমাতে কাজ করলেও নাকি তাকে ঠিক মতো পারিশ্রমিক দেওয়া হতো না!
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ডলি জহুর আক্ষেপ করে বলেন, ‘আমরা যারা মা-খালা চরিত্রে অভিনয় করি, কোন মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি- এটা সত্যি কথা। আমার সারাজীবন শুনতে হয়েছে, আপনি টাকার জন্য কাজ করেন নাকি? টাকার জন্য নাকি কাজ করি না, অথচ আমি যে কষ্ট করেছি সিনেমাতে! মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। সিনেমা ইন্ডাস্ট্রি থেকে চলে আসি ২০১১ সালে, এরপর আর কাজ করিনি। তখনও আমি ৩৪ লাখ পারিশ্রমিকের টাকা রেখে এসেছি।’
ডাল জহুর নিজের দুঃসময়েও নিজের কাজের টাকা পাননি। কান্নাকাটি করে বলার পরও কোনো সমাধান হয়নি। বরং তার সঙ্গে যোগাযোগই বন্ধ করে দেন অনেকে।
অভিনেত্রী ডলি জহুর আরও বলেন, ‘সেই সময় আমি অনেক সিনেমা করি, অনেকের কাছে টাকা পেতাম। এমনও হয়েছে সিনেমা মুক্তি পেয়েছে তারপরও পুরো টাকাই পেতাম না। ওই সময় আমি কেঁদে কেঁদে অনেককে বলেছি- ‘কিছু টাকা আমারে তুলে দেন। আমার অসুস্থ স্বামীকে নিয়ে ব্যাংককে যাব।’ কষ্টের বিষয় হলো- আমার পাওনা টাকা তোলার জন্য, যাকে দায়িত্ব দিলাম তার কাছেও টাকা পেতাম। এরপর তো আর ওই লোক যোগাযোগ করেইনি নিজেও কোন টাকা দেয়নি। এমন সময়ে এক পাইও ইন্ডাস্ট্রি থেকে পাইনি।’
ডলি জহুর এই টাকার আশা ছেড়ে দিয়েছেন। তাই যাদের কাছে টাকা পান সরাসরি তাদের নাম প্রকাশ করে ছোট করেননি গুণী এই অভিনয়শিল্পী।
২০২১ সালে ডলি জহুরকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এ অভিনেত্রী।