একনজরে দেখে নিন ৯ কোম্পানির ইপিএস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের (জানুয়ারি –জুন ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বা লোকসানের তথ্য প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (০৩ আগস্ট) ডিএসইর ওয়েবসাইটে ৯ কোম্পানির ব্যবসায়িক তথ্য প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ৪ কোম্পানির মুনাফা বেড়েছে, ৪ কোম্পানির মুনাফা কমেছে ও ১টি কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম |
৬ মাসের ইপিএস (জানু:-জুন ২৫) |
৬ মাসের ইপিএস (জানু:-জুন ২৪) |
হ্রাস/বৃদ্ধির হার |
ইউনাইটেড ইন্স্যুরেন্স |
১.৬৬ |
১.১০ |
৫১% |
আইডিএলসি ফাইন্যান্স |
২.৪৯ |
১.৭২ |
৪৫% |
স্ট্যান্ডার্ড ব্যাংক |
০.৩৪ |
০.৩১ |
১০% |
ফনিক্স ইন্স্যুরেন্স |
০.৬৮ |
০.৬৩ |
৮% |
দেশ জেনারেল ইন্স্যুরেন্স |
০.০৯ |
০.৫৪ |
(৮৩%) |
ঢাকা ইন্স্যুরেন্স |
১.২৩ |
১.৫০ |
(১৮%) |
ট্রাস্ট ব্যাংক |
১.৪৬ |
১.৫৩ |
(৫%) |
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স |
০.৫৩ |
০.৫৫ |
(৪%) |
এবি ব্যাংক |
(১৯.৬৩) |
০.১৬ |
(১২৩৬৯%) |
আরও পড়ুন.....
দেখে নিন সোমবারের ১১ কোম্পানির ইপিএস
দেখে নিন মঙ্গলবারের ১৫ কোম্পানির ইপিএস