ইউসিবির মূলধন ঘাটতি ৯৭৩ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২০২৪ সালে প্রকৃতপক্ষে ৩ হাজার ৮৮৮ কোটি টাকার বেশি বা শেয়ারপ্রতি ২৫.০৮ টাকা লোকসান হয়েছে। তবে সঞ্চিতি গঠন না করে এ ব্যাংক কর্তৃপক্ষ উল্টো মুনাফা দেখিয়েছে। তারপরেও ব্যাংকটির মূলধন ঘাটতি প্রায় ৯৭৩ কোটি টাকা। যা সঞ্চিতি ঘাটতি বিবেচনায় নিলে সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি।
ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, ব্যাসেল-৩ পরিপালনে ব্যাংকটির দরকার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২০২৪ সালে প্রকৃতপক্ষে ৩ হাজার ৮৮৮ কোটি টাকার বেশি বা শেয়ারপ্রতি ২৫.০৮ টাকা লোকসান হয়েছে। তবে সঞ্চিতি গঠন না করে এ ব্যাংক কর্তৃপক্ষ উল্টো মুনাফা দেখিয়েছে। তারপরেও ব্যাংকটির মূলধন ঘাটতি প্রায় ৯৭৩ কোটি টাকা। যা সঞ্চিতি ঘাটতি বিবেচনায় নিলে সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি।
ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, ব্যাসেল-৩ পরিপালনে ব্যাংকটির দরকার ৬ হাজার ৩৫৮ কোটি ৭৮ লাখ টাকার মূলধন। তবে আছে ৫ হাজার ৩৮৫ কোটি ৯০ লাখ টাকার। এক্ষেত্রে ব্যাংকটির মূলধন ঘাটতি ৯৭২ কোটি ৮৭ লাখ টাকা। যা সঞ্চিতি ঘাটতি বিবেচনায় দাঁড়ায় ৩ হাজার ৬১৩ কোটি ৬ লাখ টাকা।
এদিকে ব্যাংকটির মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিআরএআর) ১২.৫০% থাকা উচিত বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে আছে ১০.৫৯%। যা ব্যাংকটির ২০২৪ সালের সঞ্চিতি ঘাটতি বিবেচনায় নিলে সিআরএআর নেমে আসে ৫.৪০%।
আরও পড়ুন.....
শেয়ারপ্রতি ২৫.০৮ টাকার লোকসানকে ০.০৫ টাকা মুনাফা দেখিয়েছে ইউসিবি
উল্লেখ্য, ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইউসিবির পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৫৫০ কোটি ৩৮ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৮৯.৭৩ শতাংশ। কোম্পানিটির রবিবার (০৩ আগস্ট) শেয়ার দর দাঁড়িয়েছে ১১.৬০ টাকায়।