শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : টানা ৩ কার্যদিবসের উত্থানে ২৩৮ পয়েন্ট বৃদ্ধির পর দুই কার্যদিবস (০৪ ও ০৬ আগস্ট) শেয়ারবাজারে কিছুটা পতন হয়েছে। তবে লেনদেনে বড় পতন হয়েছে।
বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৭১ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৫০ পয়েন্ট।
এর আগের ৩ কার্যদিবসের মধ্যে রবিবার ৯৩ পয়েন্ট, বৃহস্পতিবার ৯১ পয়েন্ট ও বুধবার ৫৪ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৩ কার্যদিবসে সূচকটি বাড়ে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : টানা ৩ কার্যদিবসের উত্থানে ২৩৮ পয়েন্ট বৃদ্ধির পর দুই কার্যদিবস (০৪ ও ০৬ আগস্ট) শেয়ারবাজারে কিছুটা পতন হয়েছে। তবে লেনদেনে বড় পতন হয়েছে।
বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৭১ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৫০ পয়েন্ট।
এর আগের ৩ কার্যদিবসের মধ্যে রবিবার ৯৩ পয়েন্ট, বৃহস্পতিবার ৯১ পয়েন্ট ও বুধবার ৫৪ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৩ কার্যদিবসে সূচকটি বাড়ে ২৩৮ পয়েন্ট।
বুধবার ডিএসইতে ৮৮৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯১১ কোটি ৭৩ লাখ টাকার। এ হিসেবে ২১ কোটি ৭৭ লাখ টাকার বা ২℅ শতাংশ লেনদেন কমেছে। যা আগের দিন কমেছিল ২২৫ কোটি ৬৭ লাখ টাকার বা ২০ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫১ টি বা ৩৮.৩৩ শতাংশের। আর দর কমেছে ১৭৩ টি বা ৪৩.৯১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.২৩ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ৫৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১ টির, কমেছে ১০৭ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৩৫৫ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট কমেছিল।