শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (১০ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় শেয়ারবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৫১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬৩ পয়েন্ট।
রবিবার ডিএসইতে ৭৬০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭০৬ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (১০ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় শেয়ারবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৫১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬৩ পয়েন্ট।
রবিবার ডিএসইতে ৭৬০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭০৬ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৪ কোটি ২৪ লাখ টাকার বা ৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৯ টি বা ২৭.১৮ শতাংশের। আর দর কমেছে ২৪৭ টি বা ৬১.৫৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.২২ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ২৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১৪০ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০২২ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬২ পয়েন্ট কমেছিল।