অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা ৭ কার্যদিবস ধরে পতনে রয়েছে। এই সময়ে মূল্যসূচক ডিএসইক্স কমেছে ২২২ পয়েন্ট। আর ৭ কার্যদিবস আগের ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার লেনদেন নেমে এসেছে ৭০৪ কোটি ৮৯ লাখ টাকায়।

বুধবার (১৩ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩১৪ পয়েন্টে। যা মঙ্গলবার ২৯ পয়েন্ট, সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৫৭ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা ৭ কার্যদিবস ধরে পতনে রয়েছে। এই সময়ে মূল্যসূচক ডিএসইক্স কমেছে ২২২ পয়েন্ট। আর ৭ কার্যদিবস আগের ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার লেনদেন নেমে এসেছে ৭০৪ কোটি ৮৯ লাখ টাকায়।

বুধবার (১৩ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩১৪ পয়েন্টে। যা মঙ্গলবার ২৯ পয়েন্ট, সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৫৭ পয়েন্ট, বৃহস্পতিবার ৬৩ পয়েন্ট, বুধবার ১৫ পয়েন্ট ও মঙ্গলবার ৫০ পয়েন্ট কমেছিল। অর্থাৎ ৭ কার্যদিবসে সূচক কমেছে ২২২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৭০৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৬৬ কোটি ৫১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৩৮ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২১ টি বা ৩০.৪০ শতাংশের। আর দর কমেছে ২০৩ টি বা ৫১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৪ টি বা ১৮.৫৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২ টির, কমেছে ১০০ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯২৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমেছিল।