সাত কার্যদিবস পর শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে।তেবে উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫০ পয়েন্টে। যা আগেরদিন ১ পয়েন্ট কমেছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৭০৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭০৪ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১ কোটি ৮৬ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সাত কার্যদিবস পর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫০ পয়েন্টে। যা আগের ৭ কার্যদিবসের টানা পতনে ২২২ পয়েন্ট কমেছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৭০৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭০৪ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১ কোটি ৮৬ লাখ টাকার বা ০.২৬ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৮ টি বা ৪২.১০ শতাংশের। আর দর কমেছে ১৫৪ টি বা ৩৮.৫৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৭ টি বা ১৯.২৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১ টির, কমেছে ৭৫ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৯৭৩পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমেছিল।