অর্থ বাণিজ্য প্রতিবেদক : সাত কার্যদিবসের টানা পতনের পর গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়। যা রবিবারও (১৭ আগস্ট) বজায় রয়েছে। এছাড়া বেড়েছে লেনদেনের পরিমাণও।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪০১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৬ পয়েন্ট। এর আগের ৭ কার্যদিবসের টানা পতনে ২২২ পয়েন্ট কমেছিল।

রবিবার ডিএসইতে ৮০১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সাত কার্যদিবসের টানা পতনের পর গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়। যা রবিবারও (১৭ আগস্ট) বজায় রয়েছে। এছাড়া বেড়েছে লেনদেনের পরিমাণও।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪০১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৬ পয়েন্ট। এর আগের ৭ কার্যদিবসের টানা পতনে ২২২ পয়েন্ট কমেছিল।

রবিবার ডিএসইতে ৮০১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭০৩ কোটি ৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৬৮ লাখ টাকার বা ১৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৫ টি বা ৫১.৫১ শতাংশের। আর দর কমেছে ১৩৫ টি বা ৩৩.৯২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৫৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮ টির, কমেছে ৬৪ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৯৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়েছিল।