পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা পায়নি দুই তারকা ক্রিকেটার

খেলাধূলা ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা পাননি দুই প্রাক্তন অধিনায়ক বাবর আজ়ম এবং মুহাম্মদ রিজ়ওয়ান। এশিয়া কাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলি আঘা। একই দল খেলবে এশিয়া কাপের আগে ত্রিদেশী সিরিজ়েও। ওই প্রতিযোগিতার বাকি দু’দল আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।
এ বারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বেশ কিছু দিন ধরেই পাকিস্তানের ২০ ওভারের ক্রিকেটের দলে জায়গা হচ্ছে না ...
খেলাধূলা ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা পাননি দুই প্রাক্তন অধিনায়ক বাবর আজ়ম এবং মুহাম্মদ রিজ়ওয়ান। এশিয়া কাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলি আঘা। একই দল খেলবে এশিয়া কাপের আগে ত্রিদেশী সিরিজ়েও। ওই প্রতিযোগিতার বাকি দু’দল আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।
এ বারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বেশ কিছু দিন ধরেই পাকিস্তানের ২০ ওভারের ক্রিকেটের দলে জায়গা হচ্ছে না দুই প্রাক্তন অধিনায়কের। সেই মতোই এশিয়া কাপের জন্য বাবর আজ়ম এবং রিজ়ওয়ানকে বিবেচনা করেননি পাকিস্তানের নির্বাচকেরা। তবে দলে জায়গা পেয়েছেন দুই অভিজ্ঞ বোলার শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ। ফখর জামান, খুশদিল শাহের মতো ব্যাটারেরা রয়েছেন দলে। উইকেটরক্ষক হিসাবে রয়েছেন মুহাম্মদ হ্যারিস। নেতৃত্বে রাখা হয়েছে আঘাকেই। কোচ হিসাবে থাকবেন মাইক হেসন।
এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে রয়েছে পাকিস্তান। এই গ্রুপেই রয়েছে ভারত। বাকি দুই দল ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। ১২ সেপ্টেম্বর পাকিস্তানের প্রথম ম্যাচ ওমানের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর আঘাদের খেলতে হবে সূর্যকুমার যাদবের দলের বিরুদ্ধে। ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান।
পাকিস্তান দল: সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ়, হুসেইন তালাত, খুশদিল শাহ, মুহাম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মুহাম্মদ নওয়াজ, মুহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজ়াদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জ়া, শাহিন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মুকিম