অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্সের প্রতিটি শেয়ার দর রয়েছে ১০০ টাকা উপরে। তবে এই কোম্পানির উদ্যোক্তারা তাদের নিজেদের নামে শুধুমাত্র অভিহিত মূল্য বা ১০ টাকা করে শেয়ার ইস্যু করতে চেয়েছিল। যা আটকে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমাণ ২৯ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৭৮০ টাকা। তবে তালিকাভুক্ত কোম্পানির কমপক্ষে ৩০ কোটি টাকার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্সের প্রতিটি শেয়ার দর রয়েছে ১০০ টাকা উপরে। তবে এই কোম্পানির উদ্যোক্তারা তাদের নিজেদের নামে শুধুমাত্র অভিহিত মূল্য বা ১০ টাকা করে শেয়ার ইস্যু করতে চেয়েছিল। যা আটকে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমাণ ২৯ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৭৮০ টাকা। তবে তালিকাভুক্ত কোম্পানির কমপক্ষে ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধন থাকার বাধ্যবাধকতা রয়েছে। এজন্য ঘাটতি পূরনে ৩৯ লাখ ৬৬ হাজার ২২০ টাকার শেয়ার ৩ উদ্যোক্তার কাছে শুধুমাত্র ১০ টাকা করে ইস্যু করার জন্য বিএসইসিতে আবেদন করেছিল। যা বাজার দরের তুলনায় অনেক কম। শেয়ারটির বাজার দর রয়েছে ১০৪.৭০ টাকায়।

এছাড়া এই শেয়ার ইস্যু করতে বিশেষ সাধারন সভায় (ইজিএম) অনুমোদন নেওয়া হয়নি। এমনকি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি।

এসব কারনে কোম্পানিটির শেয়ার ইস্যুর আবেদন বাতিল করে দিয়েছে বিএসইসি।