ডিএসইতে ১ বছর পর লেনদেন ছাড়াল ১২’শ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের ১ম কার্যদিবস রবিবার (২৪ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বড় উত্থান হয়েছে। এক্ষেত্রে ডিএসইতে গত ১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮৯ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৪ পয়েন্ট, বুধবার ৩১ পয়েন্ট ও মঙ্গলবার ৯ পয়েন্ট কমেছিল।
রবিবার ডিএসইতে ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১৪ আগস্ট আজকের থেকে বেশি বা সর্বশেষ ১ হাজার ২০০ কোটি টাকার লেনদেন হয়েছিল। এ হিসেবে বিগত ১ বছরের মধ্যে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৪ টি বা ৪৬ শতাংশের। আর দর কমেছে ১৯০ টি বা ৪৭.৫০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৬ টি বা ৬.৫০ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩ টির, কমেছে ১১৪ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৭৫ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমেছিল।
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের ১ম কার্যদিবস রবিবার (২৪ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বড় উত্থান হয়েছে। এক্ষেত্রে ডিএসইতে গত ১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮৯ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৪ পয়েন্ট, বুধবার ৩১ পয়েন্ট ও মঙ্গলবার ৯ পয়েন্ট কমেছিল।
রবিবার ডিএসইতে ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১৪ আগস্ট আজকের থেকে বেশি বা সর্বশেষ ১ হাজার ২০০ কোটি টাকার লেনদেন হয়েছিল। এ হিসেবে বিগত ১ বছরের মধ্যে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৪ টি বা ৪৬ শতাংশের। আর দর কমেছে ১৯০ টি বা ৪৭.৫০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৬ টি বা ৬.৫০ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩ টির, কমেছে ১১৪ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৭৫ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমেছিল।