ডিএসইতে ইন্টারনাল অডিটর হিসেবে তাজুল ইসলামের যোগদান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মহাব্যবস্থাপক পদমর্যাদায় ইন্টারনাল অডিটের প্রধান হিসেবে তাজুল ইসলাম (এসিসিএ) ২৪ আগস্ট যোগদান করেন। তিনি একজন চার্টার্ড সার্টিফাইড একাউন্ট্যান্ট (এসিসিএ)। আন্তর্জাতিক উন্নয়ন, ব্যাংকিং খাতে আর্থিক ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স এবং ফ্রড এনালাইসিসে তার ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদানের পূর্বে তাজুল ইসলাম ২০১৯-২০২৫ সাল পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশ এর ফাইন্যান্স এন্ড কমপ্লায়েন্স স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ইউএসএআইডি এর ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মহাব্যবস্থাপক পদমর্যাদায় ইন্টারনাল অডিটের প্রধান হিসেবে তাজুল ইসলাম (এসিসিএ) ২৪ আগস্ট যোগদান করেন। তিনি একজন চার্টার্ড সার্টিফাইড একাউন্ট্যান্ট (এসিসিএ)। আন্তর্জাতিক উন্নয়ন, ব্যাংকিং খাতে আর্থিক ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স এবং ফ্রড এনালাইসিসে তার ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদানের পূর্বে তাজুল ইসলাম ২০১৯-২০২৫ সাল পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশ এর ফাইন্যান্স এন্ড কমপ্লায়েন্স স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ইউএসএআইডি এর ফাইন্যান্স এন্ড এডমিনিস্ট্রেটিভ কোর্ডিনেটর, ইউএস দূতাবাস ঢাকা এর ভিসা এনালিস্ট ও রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড, ইউকে এর ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অক্সফোর্ড বুকার্স ইউনিভার্সিটি থেকে ২০১৩ সালে অ্যাপ্লায়েড একাউন্টিং-এ বিএসসি (অনার্স) ডিগ্রি আৰ্জন করেন। তিনি ২০১৪ সালে লন্ডন মেট্রোপলিট্রন ইউনিভার্সিটি থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট-এ এমবিএ এবং ২০১৫ সালে লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস-এ এমএ ডিগ্রি অৰ্জন করেন।
পরবর্তীতে তিনি ২০২৩ সালে চার্টার্ড সার্টিফাইড একাউন্টেন্ড থেকে এসিসিএ ডিগ্রি অৰ্জন করেন। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি ইউএসএআইডি উগান্ডা অফিসে ফেলোশীপে অংশগ্রহণ করেন।