অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এছাড়া গতকাল লেনদেন কমে গেলেও আজ ১১’শ কোটির উপরে হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫১৮ পয়েন্টে। যার পরিমাণ আগের দিন কমেছিল ৬ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৩২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এছাড়া গতকাল লেনদেন কমে গেলেও আজ ১১’শ কোটির উপরে হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫১৮ পয়েন্টে। যার পরিমাণ আগের দিন কমেছিল ৬ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৩২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৯৭১ কোটি ৫৩ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৬০ কোটি ৭৯ লাখ টাকা বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮১ টি বা ৭০.৬০ শতাংশের। আর দর কমেছে ৮৬ টি বা ২১.৬১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩১ টি বা ৭.৭৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ৬৮ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৭০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমেছিল।