বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যুর পর আবার প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন জাহ্নবী কপূর। একটা সময় লুকিয়ে চলছিল প্রেম। তবে গত বছরের শুরু থেকে প্রায়ই একসঙ্গে দেখতে পাওয়া যায় তাঁদের। সম্প্রতি শিখরের নামাঙ্কিত হার গলায় পরে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। প্রেমিককে নিয়ে নাকি বড্ড স্পর্শকাতর তিনি, জানিয়েছিলেন নিজেই। এত কিছুর পর ওরিকে স্বামী হিসাবে পরিচয় দিলেন জাহ্নবী।

বলিউডের অন্যতম আলোচিত নাম ওরি অর্থাৎ ওরহান অবাত্রামণি। বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই ...

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যুর পর আবার প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন জাহ্নবী কপূর। একটা সময় লুকিয়ে চলছিল প্রেম। তবে গত বছরের শুরু থেকে প্রায়ই একসঙ্গে দেখতে পাওয়া যায় তাঁদের। সম্প্রতি শিখরের নামাঙ্কিত হার গলায় পরে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। প্রেমিককে নিয়ে নাকি বড্ড স্পর্শকাতর তিনি, জানিয়েছিলেন নিজেই। এত কিছুর পর ওরিকে স্বামী হিসাবে পরিচয় দিলেন জাহ্নবী।

বলিউডের অন্যতম আলোচিত নাম ওরি অর্থাৎ ওরহান অবাত্রামণি। বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তাঁর ওঠাবসা। কিন্তু তাঁর পেশা কী, তা নিয়ে স্পষ্ট উত্তর প্রায় কারও কাছেই নেই। বলা ভাল, হঠাৎ করেই বলিউডে আবির্ভাব ওরির। কিন্তু জনপ্রিয় হওয়ার পর থেকে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি।

জাহ্নবীর পরিবারের সঙ্গে সখ্য রয়েছে ওরির। নিজের ‘ধূমকেতু’র মতো বলিউডে এমন উত্থানের জন্য ওরি সদা কৃতজ্ঞতা স্বীকার করেন জাহ্নবীর বাবা বনি কপূরের কাছে। এদিকে এক সময় নিজেকে সমকামী বলেই দাবি করেছিলেন ওরি।

আসলে অভিনেত্রী দেশের বাইরে গেলেই নাকি ছেলেদের থেকে গুচ্ছ প্রেমপ্রস্তাব পান। তেমনই এক ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রীর কথায়, ‘‘আমি দেশের বাইরে গেলেই বলি আমি বিবাহিত। লস অ্যাঞ্জেলেসে এক রেস্তোরাঁ একবার একের পর এক ওয়েটার আসছেন। কেউ নম্বর দিয়ে যাচ্ছেন, কেউ খাবার দিচ্ছেন। গুচ্ছ গুচ্ছ প্রেম প্রস্তাব নিয়ে আসছেন। সামনে ওরি ছিল। ওকে দেখিয়ে বলে দিই, উনি আমার স্বামী।’’