ডিএসইতে সূচক ও লেনদেনে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত ২ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় উত্থানের পরে সোমবার (০১ সেপ্টেম্বর) পতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৮৪ পয়েন্টে। যা রবিবার ৭৬ পয়েন্ট ও বৃহস্পতিবার ৭৫ পয়েন্ট বেড়েছিল।
সোমবার ডিএসইতে ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২৯৬ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত ২ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় উত্থানের পরে সোমবার (০১ সেপ্টেম্বর) পতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৮৪ পয়েন্টে। যা রবিবার ৭৬ পয়েন্ট ও বৃহস্পতিবার ৭৫ পয়েন্ট বেড়েছিল।
সোমবার ডিএসইতে ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১১৫ কোটি ৩০ লাখ টাকার বা ৯ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯ টি বা ২৯.৯০ শতাংশের। আর দর কমেছে ২৪৪ টি বা ৬১.৩১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৫ টি বা ৮.৭৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ২৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২ টির, কমেছে ১৪১ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬০৬ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৩৩ পয়েন্ট বেড়েছিল।