সিগারেট বিক্রি ২৩ হাজার কোটি টাকার, এরমধ্যে শুল্ক ১৯ হাজার কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়াবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো অব বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) হাজার হাজার কোটি টাকার সিগারেট বিক্রি বা আয় হয়ে থাকে। তবে এরমধ্যে অধিকাংশই সম্পূরক শুল্ক এবং ভ্যাট হিসেবে চলে যায় সরকারি কোষাগারে। যাতে বছর শেষে গিয়ে আয়ের তুলনায় মুনাফা নেমে আসে তলানিতে। তবে চলতি বছরের প্রথমার্ধে এই শুল্ক হার বৃদ্ধি পেয়েছে। যাতে কোম্পানিটির বিক্রি বা আয় বাড়লেও নিট মুনাফা অর্ধেকে নেমে এসেছে।
বিএটিবিসির চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন ২০২৫) ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়াবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো অব বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) হাজার হাজার কোটি টাকার সিগারেট বিক্রি বা আয় হয়ে থাকে। তবে এরমধ্যে অধিকাংশই সম্পূরক শুল্ক এবং ভ্যাট হিসেবে চলে যায় সরকারি কোষাগারে। যাতে বছর শেষে গিয়ে আয়ের তুলনায় মুনাফা নেমে আসে তলানিতে। তবে চলতি বছরের প্রথমার্ধে এই শুল্ক হার বৃদ্ধি পেয়েছে। যাতে কোম্পানিটির বিক্রি বা আয় বাড়লেও নিট মুনাফা অর্ধেকে নেমে এসেছে।
বিএটিবিসির চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন ২০২৫) আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
বহুজাতিক এ কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধে ২৩ হাজার ৪৮২ কোটি ২৬ লাখ টাকার পণ্য বিক্রি বা আয় হয়েছে। এরমধ্যে সম্পূরক শুল্ক এবং ভ্যাট ১৯ হাজার ৪০৪ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ কোম্পানির আয়ের ৮৩ শতাংশ শুল্ক।
এর আগের বছরের প্রথমার্ধে কোম্পানিটির ২২ হাজার ৩৩৯ কোটি ৭৭ লাখ টাকার পণ্য বিক্রি বা আয় হয়। এরমধ্যে সম্পূরক শুল্ক এবং ভ্যাট ছিল ১৭ হাজার ৪৫৪ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ ওইসময়ে কোম্পানির আয়ের ৭৮ শতাংশ ছিল শুল্ক।
বছরের ব্যবধানে এই শুল্ক হার বাড়ার কারনে বিএটিবিসির চলতি বছরের প্রথমার্ধে বিক্রি বৃদ্ধি সত্ত্বেও নিট আয় কমেছে। আগের বছরের প্রথমার্ধের ৪ হাজার ৮৮৫ কোটি ৭৩ লাখ টাকার নিট আয় কমে এ বছরের প্রথমার্ধে হয়েছে ৪ হাজার ৭৭ কোটি ৫৯ লাখ টাকা।
এ কারনেই মূলত বিএটিবিসির মুনাফায় বড় পতন হয়েছে। কোম্পানিটির আগের বছরের প্রধমার্ধের ৯২৫ কোটি ৪২ লাখ টাকার মুনাফা এ বছরের প্রধমার্ধে নেমে এসেছে ৪১৫ কোটি ২২ লাখ টাকায়। অন্যভাবে ১৭.১৪ টাকা শেয়ারপ্রতি মুনাফা নেমে এসেছে ৭.৬৯ টাকায়। এক্ষেত্রে মুনাফা কমেছে ৯.৪৫ টাকা বা ৫৫ শতাংশ।
এই মুনাফা পতনের পেছনে আরেকটি অন্যতম কারন হিসেবে রয়েছে কোম্পানিটির ঢাকা কারখানা বন্ধ করায় পরিচালন ব্যয় বৃদ্ধি। এতে করে আগের বছরের প্রথমার্ধের ৩৮৪ কোটি টাকার পরিচালন ব্যয় এ বছরের প্রথমার্ধে হয়েছে ৬৫৩ কোটি ২৯ লাখ টাকা।
আরও পড়ুন.....
মিডল্যান্ড ব্যাংকের সুদজনিত আয়ের থেকে সুদ ব্যয় বেশি
উল্লেখ্য, ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বৃটিশ আমেরিকান টোব্যাকোর পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪০ কোটি লাখ টাকা। এরমধ্যে ২৭.০৯ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির সোমবার (০১ সেপ্টেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ২৯৪.৫০ টাকায়।