ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : একদিনের ব্যবধানে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬২১ পয়েন্টে। যা আগেরদিন ১১ পয়েন্ট কমেছিল।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৯৩ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : একদিনের ব্যবধানে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬২১ পয়েন্টে। যা আগেরদিন ১১ পয়েন্ট কমেছিল।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৯৩ লাখ টাকার বা ৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২০ টি বা ৫৫.২৮ শতাংশের। আর দর কমেছে ১৩১ টি বা ৩২.৯১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭ টি বা ১১.৮১ শতাংশের।
অপরদিকে সিএসইতে সোমবার ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৭ টির, কমেছে ৭১ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬৫৩ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ২৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছিল।