সুদ ব্যয় বৃদ্ধিতে এসবিএসি ব্যাংকের মুনাফায় ধস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ব্যাংকের আয়ের প্রধান উৎস প্রদত্ত ঋণ থেকে সুদজনিত আয়। আর সবচেয়ে ব্যয় বেশি হয়ে গ্রাহকের থেকে আমানত ও গৃহিত ঋণের বিপরীতে সুদ ব্যয়। এই সুদ ব্যয় বৃদ্ধিতে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফায় ধস নেমেছে এসবিএসি ব্যাংকের।
দেখা গেছে, ব্যাংকটির চলতি বছরের প্রথমার্ধে নিট সুদজনিত আয় হয়েছে ৫৪ কোটি ১২ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ১১৫ কোটি ৪ লাখ টাকা। এক্ষেত্রে নিট সুদজনিত আয় কমেছে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ব্যাংকের আয়ের প্রধান উৎস প্রদত্ত ঋণ থেকে সুদজনিত আয়। আর সবচেয়ে ব্যয় বেশি হয়ে গ্রাহকের থেকে আমানত ও গৃহিত ঋণের বিপরীতে সুদ ব্যয়। এই সুদ ব্যয় বৃদ্ধিতে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফায় ধস নেমেছে এসবিএসি ব্যাংকের।
দেখা গেছে, ব্যাংকটির চলতি বছরের প্রথমার্ধে নিট সুদজনিত আয় হয়েছে ৫৪ কোটি ১২ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ১১৫ কোটি ৪ লাখ টাকা। এক্ষেত্রে নিট সুদজনিত আয় কমেছে ৬০ কোটি ৯২ লাখ টাকা বা ৫৩ শতাংশ। এই নিট সুদ কমে আসার কারন হিসেবে রয়েছে আমানত ও গৃহিত ঋণের বিপরীতে সুদ ব্যয় বৃদ্ধি।
এতে করে ব্যাংকটির চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায় বড় ধস নেমেছে। আগের বছরের প্রথমার্ধের ৩৮ কোটি ১৬ লাখ টাকার নিট মুনাফা এ বছরের প্রথমার্ধে নেমে এসেছে ১১ কোটি ৭২ লাখ টাকায়। অন্যভাবে শেয়ারপ্রতি ০.৪৬ টাকার মুনাফা নেমে এসেছে ০.১৪ টাকায়। এ হিসাবে ব্যবসায় পতন হয়েছে ৭০%।
আরও পড়ুন....
৮০০ কোটি টাকা লোকসানকে ১১ কোটি মুনাফা দেখিয়েছে এসবিএসি
সিগারেট বিক্রি ২৩ হাজার কোটি টাকার, এরমধ্যে শুল্ক ১৯ হাজার কোটি
ব্যাংকটির চলতি বছরের প্রথমার্ধে প্রদত্ত ঋণের বিপরীতে সুদজনিত আয় হয়েছে ৪৩৮ কোটি ৭৪ লাখ টাকা। তবে গ্রাহকদের আমানত ও গৃহিত ঋণের বিপরীতে সুদজনিত ব্যয় হয়েছে ৩৮৪ কোটি ৬৩ লাখ টাকা। এক্ষেত্রে নিট সুদজনিত আয় হয়েছে ৫৪ কোটি ১২ লাখ টাকা।
এর আগের বছরের প্রথমার্ধে প্রদত্ত ঋণের বিপরীতে ব্যাংকটির ৪২৬ কোটি ১৮ লাখ টাকার সুদ আয় হয়েছিল। আর আমানত ও গৃহিত ঋনের বিপরীতে সুদ ব্যয় হয়েছিল ৩১১ কোটি ১৪ লাখ টাকা। এতে করে ওই বছরের প্রথমার্ধে নিট সুদ আয় হয়েছিল ১১৫ কোটি ৪ লাখ টাকা।
এ ব্যাংকটির চলতি বছরের প্রধমার্ধে মুনাফায় আরও ধস নামতে পারতো, যদি সঞ্চিতি ব্যয় কমে না আসতো। ব্যাংকটির আগের বছরের প্রথমার্ধে ৪৯ কোটি ৩৯ লাখ টাকা সঞ্চিতি ব্যয় হলেও এ বছরের প্রথমার্ধে নেমে এসেছে ৩১ কোটি ২২ লাখ টাকায়। এক্ষেত্রে সঞ্চিতি ব্যয় কমেছে ১৮ কোটি ১৭ লাখ টাকা বা ৩৭%।
এ ব্যাংকটির ২০২৫ সালের ৩০ জুন বিনিয়োগ ও ঋণ বিতরনের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ২৬ কোটি ৯৭ লাখ টাকা। অন্যদিকে ব্যাংকটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে ২২৩ কোটি ৯৯ লাখ টাকা এবং গ্রাহকদের ১০ হাজার ৩৪৪ কোটি ৫৭ লাখ টাকার আমানত রয়েছে। এরমধ্যে টার্ম ডিপোজিট ৫ হাজার ১৯৮ কোটি ৬৭ লাখ টাকা।
ব্যাংক কর্তৃপক্ষ ডিএসইকে ব্যবসায় পতনের কারন হিসেবে নিট সুদজনিত আয় কমে আসাকে জানিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এসবিএসি ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮২৪ কোটি ১৯ লাখ টাকা। এরমধ্যে ৩১.৮১ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির শনিবার (০৫ সেপ্টেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ৭.৮০ টাকায়।