অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন্যায় সপ্তাহের ২য় কার্যদিবস সোমবারও (০৮ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। তবে এদিন কিছুটা কমেছে লেনদেন। একইসঙ্গে কমেছে মূল্যসূচক।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬২৮ পয়েন্টে। যা আগেরদিন ২২ পয়েন্ট বেড়েছিল।

সোমবার ডিএসইতে ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন হয়েছিল ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন্যায় সপ্তাহের ২য় কার্যদিবস সোমবারও (০৮ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। তবে এদিন কিছুটা কমেছে লেনদেন। একইসঙ্গে কমেছে মূল্যসূচক।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬২৮ পয়েন্টে। যা আগেরদিন ২২ পয়েন্ট বেড়েছিল।

সোমবার ডিএসইতে ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। এর আগে সর্বশেষ গত বছরের ১১ আগস্ট ১৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৭ টি বা ৩১.৯৯ শতাংশের। আর দর কমেছে ২২৩ টি বা ৫৬.১৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭ টি বা ১১.৮৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৭ টির, কমেছে ১১১ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭৭৩পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়েছিল।