অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যান্য লিজিং কোম্পানির মতো প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সেরও প্রদত্ত ঋণের অধিকাংশ খেলাপি হয়ে গেছে। যাতে এ কোম্পানিটিও ধংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এখন ব্যবসা চালিয়ে যাওয়াই দূরহ হয়ে পড়েছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, প্রিমিয়ার লিজিং থেকে ১ হাজার ৩০৭ কোটি ৬১ লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে। এরমধ্যে ৯৮৯ কোটি ৭৭ লাখ টাকা বা ৭৬% খেলাপি হয়ে গেছে।

কোম্পানিটির ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যান্য লিজিং কোম্পানির মতো প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সেরও প্রদত্ত ঋণের অধিকাংশ খেলাপি হয়ে গেছে। যাতে এ কোম্পানিটিও ধংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এখন ব্যবসা চালিয়ে যাওয়াই দূরহ হয়ে পড়েছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, প্রিমিয়ার লিজিং থেকে ১ হাজার ৩০৭ কোটি ৬১ লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে। এরমধ্যে ৯৮৯ কোটি ৭৭ লাখ টাকা বা ৭৬% খেলাপি হয়ে গেছে।

কোম্পানিটির প্রদত্ত ঋণের বিপরীতে ৭৯১ কোটি ৮২ লাখ টাকার সঞ্চিতি (প্রভিশনিং) গঠন করা দরকার বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে কোম্পানি কর্তৃপক্ষ করেছে ৭৫৮ কোটি ৬৮ লাখ টাকার।

এই লিজিং কোম্পানিটি থেকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিতে ১৯ কোটি ৬৭ লাখ টাকা, ফাস ফাইন্যান্সে ৫৩ কোটি ৪০ লাখ টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৭০ কোটি ৪৬ লাখ টাকা, পিপলস লিজিংয়ে ৪৬ কোটি ৯৭ লাখ টাকা ও আভিভা ফাইন্যান্সে ১৯ কোটি ৬৪ এফডিআর করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ২১০ কোটি ১৪ লাখ টাকা এফডিআর করা হয়েছে। যে অর্থ আদায়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। তারপরেও কোন সঞ্চিতি গঠন করেনি প্রিমিয়ার লিজিং কর্তৃপক্ষ।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৪ সালে ৩৬৯ কোটি ৫২ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি রয়েছে। এচাড়া কোম্পানিটির মূলধন পর্যাপ্ততার রেশিও ঋণাত্মক (৬৩.৯৫)%। এর অর্থ কোম্পানিটির ব্যবসা পরিচালনা খুবই ঝুঁকিতে রয়েছে।

প্রিমিয়ার লিজিংয়ের সাবসিডিয়ারি প্রিমিয়ার লিজিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের কার্যক্রম এখনো চালু হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক। আরেক সাবিসিডিয়ারি প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের আর্থিক হিসাবে গ্রাহকদের কাছ থেকে ১৮ কোটি ০১ লাখ টাকা পাওনা দেখালেও কোন সঞ্চিতি গঠন করেনি।

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রিমিয়ার লিজিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩২ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে ৭৭.২৪ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। সোমবার (০৮ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১.৮০ টাকায়।