অস্তিত্ব সংকটে প্রিমিয়ার লিজিং

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েক বছর ধরে নিয়মিত অস্বিত্ব হারাচ্ছে বিভিন্ন লিজিং কোম্পানি। সেই কাতারে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। যে কোম্পানিটির সম্পদের থেকে দায় বেশিসহ নানা সমস্যা প্রকট হয়ে উঠেছে।
কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ি, প্রিমিয়ার লিজিংয়ের সর্বশেষ প্রকাশিত ২০২৪ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭.৫০ টাকা করে। এতে করে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে গেছে ৭৭.৪৩ টাকা।
এ কোম্পানিটির ২০২৪ সালে নিট ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েক বছর ধরে নিয়মিত অস্বিত্ব হারাচ্ছে বিভিন্ন লিজিং কোম্পানি। সেই কাতারে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। যে কোম্পানিটির সম্পদের থেকে দায় বেশিসহ নানা সমস্যা প্রকট হয়ে উঠেছে।
কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ি, প্রিমিয়ার লিজিংয়ের সর্বশেষ প্রকাশিত ২০২৪ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭.৫০ টাকা করে। এতে করে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে গেছে ৭৭.৪৩ টাকা।
এ কোম্পানিটির ২০২৪ সালে নিট লোকসান দেখানো হয়েছে ৩৬৬ কোটি ৭০ লাখ টাকা। এতে করে সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) ঋণাত্মক হয়ে গেছে ১ হাজার ২২৪ কোটি ৭৫ লাখ টাকা। সেটা ৩৬৯ কোটি ৫২ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি থাকার পরেও। যা গঠন করলে লোকসান আরও বাড়তো।
প্রিমিয়ার লিজিং ২০২০ সাল থেকে লোকসানে রয়েছে। ওই বছর থেকে ২০২৪ সাল বা গত ৫ বছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১ হাজার ২৩৯ কোটি ১৮ লাখ টাকা।
কোম্পানিটির এসব অবস্থা আর্থিক অবস্থার অবনতি নির্দেশ করে। কারণ নেতিবাচক ইপিএস এবং এনএভি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কোম্পানির বর্তমান আর্থিক স্বাস্থ্য, ভবিষ্যতের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীদারদের প্রতি তার দায়বদ্ধতা পালনের ক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে।
এছাড়াও, পরপর কয়েক বছর ধরে উল্লেখযোগ্য লোকসানের পুনরাবৃত্তি কোম্পানির আয়ের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। অতএব, এই কারণগুলি কোম্পানির কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে উল্লেখযোগ্য সন্দেহ তৈরি করেছে।
আরও পড়ুন.....
প্রিমিয়ার লিজিংয়ের খেলাপি ঋণ ৯৯০ কোটি টাকা
উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রিমিয়ার লিজিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩২ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে ৭৭.২৪ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১.৯০ টাকায়।