আজও শেয়ারবাজারে বড় পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : কিছুদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক ইতিবাচক ছিল। এরমধ্যে বাজারে পতন হলেও উত্থানই ছিল বেশি। তবে গত দুই কার্যদিবস (০৯-১০ সেপ্টেম্বর) অনাকাঙ্খিতভাবে বড় পতন হয়েছে। এ দুদিন লেনদেনেও বড় পতন হয়েছে।
বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৭৩ পয়েন্টে। যা মঙ্গলবার ৮৯ পয়েন্ট ও সোমবার ৯ পয়েন্ট কমেছিল।
এদিন ডিএসইতে ৯৪৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : কিছুদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক ইতিবাচক ছিল। এরমধ্যে বাজারে পতন হলেও উত্থানই ছিল বেশি। তবে গত দুই কার্যদিবস (০৯-১০ সেপ্টেম্বর) অনাকাঙ্খিতভাবে বড় পতন হয়েছে। এ দুদিন লেনদেনেও বড় পতন হয়েছে।
বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৭৩ পয়েন্টে। যা মঙ্গলবার ৮৯ পয়েন্ট ও সোমবার ৯ পয়েন্ট কমেছিল।
এদিন ডিএসইতে ৯৪৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১৭৭ কোটি ২৭ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২২৭ কোটি ৩০ লাখ টাকা বা ১৯ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৩ টি বা ১০.৮৩ শতাংশের। আর দর কমেছে ৩১৩ টি বা ৭৮.৮৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪১ টি বা ১০.৩৩ শতাংশের।
অপরদিকে সিএসইতে বুধবার ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২ টির, কমেছে ১৮৩ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪১৫ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২১৪ পয়েন্ট কমেছিল।