অর্থ বাণিজ্য প্রতিবেদক : এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্তিতে অবলুপ্তির কারনে ফান্ডটির টাকা ইউনিটহোল্ডারদের পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৯৭২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কর্তৃক এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্তিতে অবলুপ্তির জন্য গৃহীত সকল পদক্ষেপ সম্পন্ন হয়েছে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্তিতে অবলুপ্তির কারনে ফান্ডটির টাকা ইউনিটহোল্ডারদের পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৯৭২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কর্তৃক এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্তিতে অবলুপ্তির জন্য গৃহীত সকল পদক্ষেপ সম্পন্ন হয়েছে মর্মে নিশ্চিত হয়েছে কমিশন। ফলে ফান্ডের অর্থ ইউনিটহোল্ডারদেরকে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাস্টিকে চিঠি দেবে বিএসইসি।